উরুগুয়ে- সৌদি আরব
এক দল জিতেছে, এক দল উড়ে গেছে! ‘এ’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে শেষ মূহুর্তের গোলে মিশরকে ১-০ গোলে হারায় উরুগুয়ে। বিশ্বকাপ ২০১৮ র উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়া রীতিমত ছেলেখেলায় মেতেছিল সৌদি আরবকে নিয়ে, সৌদির পরাজয় ০-৫ ব্যবধানে। ওদিকে রাশিয়ার পরের রাউন্ড নিশ্চিত হয়ে গেছে, যেমনটা বিদায় নিল মিশর। আজ জিতলে উরুগুয়েও উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে, বিদায় নিশ্চিত হবে সৌদির। সমীকরণের প্যাঁচে জমাটি এক লড়াইয়ের অপেক্ষা রোস্তভ অ্যারেনায়, বাংলাদেশ সময় রাত ৯ টা। কিন্তু, আদতে তো আজও উড়ে যাবার কথা আরবদের! তারপরও উরুগুইয়ান কোচ অস্কার তাবারেজ সতর্ক- ‘বিশ্বকাপে যেকোন কিছুই হতে পারে। কাউকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমরা তিন পয়েন্টের জন্যই নামবো’। সৌদি কোচ হুয়ান পিজ্জি কী শোনালেন? ‘রাশিয়ার বিরুদ্ধে প্রত্যাশা পূরণ হয়নি। উরুগুয়ের বিপক্ষে হারলে আশাই শেষ। তাই, আজ ফল বের করতে হবে। ছেলেরা তাদের সেরাটা দিবে, দেখা যাক কী হয়’! পাঁচ গোল খেলেও একাদশ অপরিবর্তিত থাকতে পারে সৌদি আরবের, উরুগুয়ে দলে আসতে পারেন ক্রিশ্চিয়ান রদ্রিগেজ এবং কার্লোস সানচেজ।
স্পেন-ইরান
প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষ দল এখন এশিয়ার দেশ ইরান। ওদিকে রোনালদোর হ্যাট্রিকে পর্তুগালের সাথে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ২০১০ এর চ্যাম্পিয়ন স্পেনকে। তবে স্পেন শিবিরে আছে স্বস্তির খবর। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল পাওয়া চোট সারিয়ে আজ খেলতে প্রস্তুত রাইটব্যাক দানিয়েল কার্বাহাল। ইরানেও নেই ইঞ্জুরি সমস্যা। প্রথম ম্যাচ জিতে বরং ফুরফুরে মেজাজে আছে তারা। কোচ কার্লোস কুইরোজের কন্ঠে তাই দৃঢ়তা- ‘আজ জিতলে পরের পর্বে এক পা দিয়ে রাখব আমরা। স্পেনের বিপক্ষে খেলা অনেক কঠিন। সেটি জানলেও জিততেই নামব আমরা’। প্রথম ম্যাচে ওমন ড্রয়ে দোষ ছিল স্পেন কিপার ডি গিয়ারও। সেই প্রসঙ্গেই কথা বললেন কোচ ফার্নান্দো হিয়েরো- ‘ভুল হতেই পারে। তার উপর ভরসা রাখতে হবে। আগের দিন পয়েন্ট খুঁইয়েছি। এই ম্যাচে দলের সবাই তিন পয়েন্টই পেতে চায়’। মজার ব্যাপার, এর আগে স্পেন এবং ইরান কখনোই একে অপরের মুখোমুখি হয়নি।
বাংলাদেশ সময় রাত ১২ টায় কাজান অ্যারেনায় বাজবে এই ম্যাচের কিক অফের বাঁশি।