ভারতের চেয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বেশি

ভারতের চেয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বেশি

পরমাণু অস্ত্র হ্রাস করতে উঠে পড়ে লেগেছে সুপার পাওয়ার রাষ্ট্রগুলো। একই টেবিলে বসছে ট্রাম্প-কিমদের মতো বাঘা বাঘা রাষ্ট্রনায়কেরা। চলছে চুক্তি-সমঝোতাসহ নানা কর্মসূচি। কিন্তু সে পথের বিপরীতে হাঁটছে দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তান। পরমাণু অস্ত্রের সম্ভার বাড়িয়ে চলেছে দেশটি। দেশের বাজেটের বড় অংশ তারা খরচ করছে পরমাণু সম্মৃদ্ধির কাজে। স্টকহোম পিস রিসার্চ ইন্সটিটিউট (এসআই পিআরআই)-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরমাণু অস্ত্র ভাণ্ডার কমানোর দিকে নয়, তাকে নতুনভাবে কাজে লাগানোর যে নতুন প্রচলন শুরু হয়েছে তা উদ্বেগজনক। পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করলেই শুধু হবে না, পুরোনো অস্ত্র ভাণ্ডার ব্যবহার থেকেও বিরত থাকতে হবে। সমস্ত পরমাণু শক্তিধর দেশগুলোকে এটা নিশ্চিত করতে হবে।

গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বছরের শুরুতে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া এই দেশগুলো মিলিয়ে মোট নিউক্লিয়ার ওয়ারহেড ছিল ১৪ হাজার ৪৬৫টি। গত বছর যা ছিল ১৪ হাজার ৯৩৫টি। সংখ্যাটি কমলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য। মোট ওযারহেডের মধ্যে আমেরিকা এবং রাশিয়ার কাছেই ৯২ শতাংশ রয়েছে। বাকি দেশগুলির মধ্যে ব্রিটেনের কাছে ২১৫টি, ফ্রান্সের কাছে ৩০০টি, চীনের কাছে ২৮০টি, ভারতের কাছে ১৩০-১৪০টি, পাকিস্তানের কাছে ১৪০-১৫০টি, ইসরায়েলের কাছে ৮০টি  এবং উত্তর কোরিয়ার কাছে আছে ১০-২০টি পরমাণু ওয়ারহেড। উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরিতে দ্রুত উন্নতি করছে বলেও উল্লেখ করা হয়েছে।

এতে করে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ভারতের শক্তির একটি হিসেব সামনে এসেছে। যেখানে চিরশত্রু ভারতের চেয়ে কমপক্ষে দশটি পরমাণু ওয়ারহেড বেশি আছে পাকিস্তানের কাছে।