প্রথম ম্যাচে হোঁচট খেলো ব্রাজিলও

প্রথম ম্যাচে হোঁচট খেলো ব্রাজিলও

ব্রাজিল          ১-১      সুইজারল্যান্ড
কৌতিনহো ২০’         জুবের ৫০’

আধুনিক প্রযুক্তির কল্যাণে ছোট দল এবং বড় দলের যে ব্যবধান যে ঘুচে গেছে তার উৎকৃষ্ট উদাহরণ এবারের রাশিয়া বিশ্বকাপ ২০১৮। কোচদের ট্যাকটিস, টেকনিক ও প্লেয়ারদের ফিটনেসের দিকে লক্ষ্য করলে দেখা যায় বাস্তবে কেউই দল নয় এখন। শুরু থেকেই ফেভারিট দলগুলোর হোঁচট খাওয়ার দলে এবার যোগ দিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সুইসদের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা।

লাইন আপ :
ব্রাজিল (৪-৩-৩)
এলিসন, দানিলো, সিলভা, মিরান্ডা, মার্সেলো, পৌলিনহো, কাসেমিরো, কৌতিনহো, উইলিয়ান, জেসুস, নেইমার

সুইজারল্যান্ড (৪-২-৩-১)
সামার, রড্রিগেজ, আকানজি, ফ্যাবিয়ান, লিচস্টাইনার, জাকা, বেহেরামি, জুবের, জেমালি, শাকিরি, সেফেরোভিচ

 

প্রথমার্ধ
সুইজারল্যান্ড বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে চালকের আসনে ছিল ব্রাজিল ই। ফেভারিটদের মতই ম্যাচের প্রথম ১৫ মিনিট প্রায় ৬৪% বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে দলটি। এসময় বার্সা তারকা পৌলিনহো ডি বক্সে ফাকা জায়গায় বল পেলেও ঠিক মতো পা ছোঁয়াতে না পারায় গোল বঞ্চিত হয় ব্রাজিল। ম্যাচের ২০ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় তারা। সংঘবদ্ধ এক আক্রমণ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে করা কৌতিনহোর শট ক্রসবারে লেগে খুজে পায় জাল। আনন্দে মেতে উঠে ব্রাজিল শিবির। এরপর সুইজারল্যান্ড বল দখলে উন্নতি করলেও করতে পারেনি বলার মত কোন আক্রমণ। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলেই।

দ্বিতীয়ার্ধ
দ্বিতীয়ার্ধে বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখায় সুইজারল্যান্ড। আক্রমণ প্রতি আক্রমণে এগিয়ে চলে খেলা। খেলার ৫০ মিনিটে কর্নার পায় সুইসরা। শাকিরির নেয়া কর্ণার থেকে প্রায় আনমার্ক জুবার ক্লিয়ার হেডে বল জালে জড়ালে উৎসবে মাতে সুইস শিবির। এরপর ব্রাজিল যেন আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। গোল করতে মরিয়া ব্রাজিল একাধিক আক্রমণ করলেও ৫৯ মিনিটে কোতিনহো এবং ৮৫ মিনিটে বদলি হিসেবে নামা ফিরমিনোর সহজ সুযোগ মিস হলে ১-১ গোলেই মাঠ ছাড়ে ব্রাজিল।

গতকাল আর্জেন্টিনা, আজ জার্মানির পর ব্রাজিলও পেল না জয়ের দেখা। অন্যদিকে মেসি, রোনালদো, নেইমার-র দিকে সবার চোখ থাকলেও শুধুমাত্র রোনালদো বাদে আর দুইজনই ফ্লপ এখন পর্যন্ত। শেষপর্যন্ত  এই বিশ্বকাপ আরো কত চমক দেখায় সেই অপেক্ষায় দিন গুনবে ফুটবলপ্রেমীরা।

ম্যান অব দ্যা ম্যাচ: ফিলিপ কৌতিনহো