মেসির পেনাল্টি মিসে ড্র করলো আর্জেন্টিনা

মেসির পেনাল্টি মিসে ড্র করলো আর্জেন্টিনা

আর্জেন্টিনা           ১-১         আইসল্যান্ড
আগুয়েরো ১৯’                     ফিনবোর্গসন ২৩’

লিওনেল মেসির পেনাল্টি মিসে আইস ল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ ড্র করলো আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ১-১ গোলে ড্র করেছে আইসল্যান্ড।

লাইন আপ :
আর্জেন্টিনা (৪-৪-২)
কাবালেরো, সালভিও, ওতামেন্দি, রোহো, টাগলিয়াফিসো, মেজা, মাসচারানো, বিগলিয়া, ডি মারিয়া, মেসি, আগুয়েরো

সাব : বিগলিয়া-বানেগা, ডি মারিয়া-পাভন, মেজা-হিগুয়েন

আইসল্যান্ড (৪-৪-১-১)
হ্যাল্ডরসন, ম্যাগনাসন, সিগার্ডসন, অ্যারনাসন, সেভারসন, বার্নাসন, হলফ্রেডসন, গুনারসন, গুডমন্ডসন, সিগার্ডসন, ফিনবোগের্সন

সাব : গুডমুন্ডসন-গিসলাসন, গুনারসন-স্কুলাসন, ফিনবর্গসন-সিগার্ডসন

প্রথমার্ধ

বিশ্বকাপের পর্দা দু দিন আগে উঠলেও বাংলাদেশে এর পুরো আমেজ লেগেছে আজ। আর্জেন্টিনার খেলা বলে কথা। মেসি জাদু দেখতে টিভির সামনে বসা কোটি বাঙ্গালীকে নিরাশ করেননি ক্ষুদে জাদুকর। হয়তো গোল পাননি, তবে যতবারই বল পায়ে গিয়েছে দেখিয়েছেন নিজের মান। মেসিকে আটকাতে ব্যতিব্যস্ত আইসল্যান্ড এর রক্ষণের সুবিধা প্রথমেই আর্জেন্টিনাকে এগিয়ে নেন আগুয়েরো। রোহোর বল ঘুরে আগুয়েরোর নেয়া বুলেট গতির শ্যুটের কোনো জওয়াব ছিল না হ্যাল্ডরস এর কাছে। ১৯ মিনিটেই উন্মাতাল আর্জেন্টাইন সমর্থকরা। প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে নামা আইসল্যান্ডকে নিয়ে এরপর ছেলেখেলাই করার কথা ছিল দুবারের বিশ্বসেরাদের। কিন্তু ভাইকিংসদের রক্ত যাদের গায়ে এত সহজে দমে কি করে? ২৩ মিনিটেই স্তব্ধ আর্জেন্টিনা। আইসল্যান্ডকে উল্লাসে ভাসিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম গোলটি করেন ফিনবোগের্সন। তারপরের ইতিহাসটা পরিসংখ্যানই বলে দিচ্ছে। ৭৯.৭ শতাংশ বল পায়ে রেখে মোট ১১ টা শ্যুট নিয়েছে আর্জেন্টিনা। আর পুরোটা সময় রক্ষণ সামলে গিয়েছে আইসল্যান্ড। মূল যে পরিকল্পনা, মেসিকে অাটকানো; সেটিতে প্রথমার্ধে শতভাগ সফল ভাইকিংসরা।

দ্বিতীয়ার্ধ

১-১ এ প্রথমার্ধ শেষ করা আইসল্যান্ড নেমেইছিল ড্র করার উদ্দেশ্য নিয়ে। অপর দিকে গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা একের পর এক আক্রমণ শানিয়েছে আইসল্যান্ডের বারে। কিন্তু প্রতিটা আক্রমণেরই সমাপ্তি ঘটেছে আইসল্যান্ডের ডি বক্সে। জমাট সে রক্ষণের কোনো জবাবই দিতে পারেননি মেসি-আগুয়েরোরা। সবচেয়ে মোক্ষম সুযোগটি মিস করেছেন যার পায়ের দিকে তাকিয়ে জয়ের প্রহর গুণছিল আর্জেন্টাইনরা সে লিওনেল মেসিই। নিজের পাওয়া পেনাল্টি মিস করে হ্যাল্ডারসনকে পরিণত করেছেন আইসল্যান্ডের হিরোতে। মেসির পেনাল্টি মিসে হতদ্যম না হয়ে আর্জেন্টাইনরা আরো চেপে ধরেছিল আইসল্যান্ডকে। কিন্তু নিজেদের মাঝে বল দেয়া নেয়া ছাড়া বলার মত আর কিছুই করতে পারেননি কেউ। যা কিছু চেষ্টা করার করেছিলেন সেই মেসিই। কিন্তু দিনটি মেসির ছিল না। ডি বক্সের বাইরে বেশ কবার সুবিধাজনক জায়গায় ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। সব মিলিয়ে ১১টি শ্যুটের একটিও কবে জালে জড়াতে পারেননি তিনি সেটি অবশ্য গবেষণার বিষয়। খোদ মেসিরই যেদিন এমন দিন যায় সেদিন আর্জেন্টিনার হালত কি হয় তা সহজেই অনুমেয়। আইসল্যান্ড এর  ইতিহাস রচনার ম্যাচটি আর্জেন্টিনা শেষ করেছে ড্র করার হতাশা নিয়ে।

ম্যান অফ দ্য ম্যাচ : সার্জিও আগুয়েরো (আর্জেন্টিনা)