কাশ্মিরে সন্ত্রাসীর গুলিতে পত্রিকার সম্পাদক নিহত

কাশ্মিরে সন্ত্রাসীর গুলিতে পত্রিকার সম্পাদক নিহত

প্রবীণ সাংবাদিক এবং রাইজিং কাশ্মিরের সম্পাদক সুজাত বোখারি তার নিরাপত্তায় দায়িত্বে থাকা গার্ডসহ “সন্ত্রাসীর” গুলিতে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার কাশ্মিরের শ্রীনগরের প্রেস কলোনিতে এই ঘটনা ঘটে। ৫০ বছর বয়সী এই সাংবাদিক স্থানীয় লালচকের এক ইফতার মাহফিলের উদ্দেশ্যে তার অফিস থেকে বেরোবার সময় এ হতাহতের শিকার হন। ঘটনাস্থলে তার আরেক নিরাপত্তাকর্মী, একজন পুলিশ এবং একজন সাধারণ পথচারী আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭.১৫ এর দিকে। যখন বুখারি তার অফিস থেকে বের হয়ে ইফতারের দাওয়াতে যাচ্ছিলেন, তখনই তার উপর হামলা হয়। তিনজন মটরসাইকেল আরোহী তার গাড়ির কাছাকাছি এসে তার এবং তার নিরাপত্তাকর্মীদের উপর এই হামলা করে।

ঈদের আগে এমন ঘটনা কাশ্মির পরিস্থিতিকে পুনরায় উস্কে দিচ্ছে বলে মনে করছেন অনেকে। এ ঘটনার পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি এক টুইটবার্তায় ঘটনার নিন্দা জানান। এবং এই হত্যাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন।

কাশ্মিরের নিরাপত্তা বাহিনীর ডাকে সেখানে হামলা-বিরতি চলছে, এমন সময়ই এই হামলা পরিচালিত হল। এর আগে ২০০০ সালে সুজাত বুখারির উপর হামলা হলে তিনি পুলিশি নিরাপত্তা নিয়ে চলাফেরা করতেন।

কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ইতোমধ্যে সে হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন যেখানে বুখারির মরদেহ রাখা হয়েছে। তিনি তার পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, “এটি বিশ্বাস করা কঠিন, কেননা মাত্র ক’দিন আগে তিনি আমার সাথে দেখা করেছেন”।