আমরা যেমন মা, আম্মু, আম্মা কিংবা বাবা, আব্বা, আব্বু বলে আমাদের প্রিয় পিতামাতাকে ডেকে থাকি। সারা দুনিয়ার মানুষ তাদের নিজ নিজ ভাষায় তাদের বাবা-মাকে নানান কথায় ডেকে থাকেন। যুক্তরাষ্ট্রের হাফিংটন পোস্ট তাদের ফেসবুক পাতায় পাঠকদের উদ্দেশ্যে তাদের মা-বাবাকে কি বলে ডাকেন তা কমেন্ট করে জানানোর আহ্বান জানান। সেখানে ‘মম’ এবং ড্যাড ছাড়াও ১৯টি মজার শব্দ ঘুরেফিরে অাসে যেগুলো ব্যবহার করে তারা তাদের মা-বাবাকে ডেকে থাকেন। আসুন দেখে নেই সেই শব্দগুলো কী কী–
১. এস্তোনিয়ান ভাষায় মাকে এম্মি আর বাবাকে ইসসি বলে ডাকা হয়।
২. জার্মানরা তাদের মাকে মুথিলাইন বা মুথি বলে আর বাবাকে ভাথিলাইন বা ভাথি বলে ডেকে থাকেন।
৩. স্লোভেনিয়ানরা তাদের মাকে মামি বা মামিকা আর বাবাকে আতা বা আতি বলে সম্বোধন করেন।
৪. বাংলায় তো মাকে মা, আম্মু, আম্মা আর বাবাকে বাবা, আব্বু, আব্বা বলে ডাকা হয়।
৫. দক্ষিণ আফ্রিকার (আফ্রিকানসাস ভাষায়) লোকেরা মাকে মাম্মা আর বাবাকে পাপ্পা বলে ডাকেন।
৬. আইরিশরা বাবাকে আথায়ের আর মাকে মাথায়ের বলে ডেকে থাকেন।
৭. পোলিশরা মাকে মামা আর বাবাকে টাটা বলে সম্বোধন করেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।
৮. উর্দুতে মাকে আম্মি আর বাবাকে আব্বু বলে ডাকা হয়।
৯. আমার মা বলতে মানা মু বলে থাকেন গ্রীকরা।
১০. মারাঠি ভাষায় আআই বলে মাকে আর বাবাকে বাবা বলে সম্বোধন করা হয়।
১১. সার্বিয়ান ভাষায় মাকে মামা আর বাবাকে টাটা বলে ডাকা হয়ে থাকে।
১২. স্প্যানিশ বাচ্চারা তাদের মাকে মামি বা আপি বলে সম্বোধন করে এবং বয়স্করা তাদের মাকে আমা বা আপা বলে ডাকেন।
১৩. ডাচরা মামা এবং পাপা শব্দ দুটি ব্যবহার করেন।
১৪. হিব্রু ভাষায় মাকে ইমা আর বাবাকে আবা বলে ডাকা হয়।
১৫. ব্রাজিলে পায় এবং মায় শব্দ দুটির ব্যবহার হলেও অঞ্চলভেদে এর ভিন্নতা রয়েছে, দেশটির উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল জুড়ে পাইনহো এবং মাইনহো শব্দ দুটির ব্যবহার লক্ষ্য করা গেছে।
১৬. দক্ষিণ আফ্রিকায় কথ্য ভাষায় মায়ের কথা এলে তারা দিমামজো, ওলাদি, মাগ্রিজা শব্দগুলো ব্যবহার করেন আর বাবার বেলায় তিমার বলা হয়।
১৭. রাশিয়ানরা সচরাচর মাকে মামা আর বাবাকে পাাপা বলে থাকেন।
১৮. ফিলিপিনিরা বাবাকে তাতাই, ইতাই, আমা বলেন আর মাকে নানাই, ইনাই বা ইনা বলে ডেকে থাকেন।