আচ্ছা ২০১৭-১৮ সালের সবচেয়ে ব্যবসাসফল বাংলা চলচ্চিত্র কোনটি? তার আয় কত? উত্তর: ঢাকা অ্যাটাক আর আয় সাড়ে নয় কোটি টাকা। অথচ আজ থেকে ২৮ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা দখল করে রেখেছে সবচেয়ে ব্যবসা সফল বাংলা চলচ্চিত্রের তকমা। চলচ্চিত্রটির নাম ‘বেদের মেয়ে জোসনা’।
১৯৮৯ সালের ৯ জুন আনন্দমেলা ফিল্মস-র ব্যানারে মুক্তি পেয়েছিল তোজাম্মেল হক বকুল পরিচালিত এই চলচ্চিত্রটি। সপ্তাহের পর সপ্তাহ দেশের ১২০০ সিনেমাহল ছিল হাউসফুল। সিনেমার টিকেট পেতে আগের দিন সন্ধ্যা থেকে লাইন দিয়েছে দর্শক। শুধু প্রথম তিন মাসে ৪০ কোটি টাকা আয় করে সিনেমাটি। এ ছবির নাম-ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। এ ছাড়াও ছিলেন ইলিয়াস কাঞ্চন, শওকত আকবর, রওশন জামিল, প্রবীর মিত্র, সাইফুদ্দিন, নাসির খান প্রমুখ।
গ্রামীণ রোমান্টিক প্রেমকাহিনী নির্ভর চলচ্চিত্রটিতে মোট ১১টি গান ছিল। ১০টি গানের গীতিকার ছিলেন স্বয়ং পরিচালক। ‘বেদের মেয়ে জোসনা’ আমায় কথা দিয়েছে’ এবং ‘আমি বন্দি কারাগারে’ গান দু’টি আজও মানুষের মুখে মুখে ফেরে।
দীর্ঘ ৬২ বছরের চলচ্চিত্র ইতিহাসে এমন ব্যবসায়িক সফলতা অর্জন করতে পারেনি কোন বাংলা চলচ্চিত্র। এমনকি পৌঁছাতে পারেনি তার ধারে কাছেও। বাংলাদেশের দ্বিতীয় ব্যবসা সফল চলচ্চিত্র সালমান শাহ অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি আয় করে ১৯ কোটি টাকা।
আশির দশকে ‘বেদের মেয়ে জোসনা’ নির্মাণে ব্যয় হয়েছিল ২০ লক্ষ টাকা। অথচ এখন চলচ্চিত্রের নির্মাণ ব্যয় বেড়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে কিন্তু সঠিক মনন ও দর্শকের জন্য নিরাপদ পরিবেশ দিতে ব্যর্থ হওয়ায় ক্রমাগত হোঁচট খেতে হচ্ছে চলচ্চিত্র শিল্পকে।