সংগীতশিল্পী আসিফের মুক্তির দাবিতে দেশে-বিদেশে প্রতিবাদ

সংগীতশিল্পী আসিফের মুক্তির দাবিতে দেশে-বিদেশে প্রতিবাদ

তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার সংগীতশিল্পী আসিফ আকবরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে তার জন্মভূমি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। কেউ কেউ সংগঠনের বাইরেও ব্যক্তিগতভাবে মানববন্ধনে শামিল হয়েছে।

গত বুধবার বিকেলে সুরকার ও গীতিকার শফিক তুহিনের দায়ের করা একটি মামলায় আসিফকে গ্রেফতার করে কারাগারে প্রেরণের পর কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড়, ফৌজদারী চৌমুহনীসহ বেশ কয়েকটি স্থানে মানববন্ধন ও মৌন-মিছিল করেছে তার ভক্তরা। এছাড়াও আসিফ আকবরকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে তার ছবি সম্বলিত প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে নগরীর বিভিন্ন স্থান ঘুরে ঘুরে প্রতিবাদ জানাতে দেখা যায় তার ভক্তদের।

‘ক্রেজি ফ্যানস অফ আসিফ আকবর’-র মানবন্ধন

‘আসিফ আকবর ফ্যান ক্লাবের’ সমন্বয়ক অন্তর আহমেদ সুমন সাংবাদিকদের বলেন, আসিফ আকবর কোনো অন্যায় করেনি। এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ আমাদের প্রিয় শিল্পী আসিফ সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে বঞ্চিত শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈষার্ন্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। খুব শীঘ্রই আসিফ আকবরের মুক্তি না হলে কুমিল্লা থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।

‘আসিফ আকবর ফ্যান ক্লাব’ ছাড়াও ‘ক্রেজি ফ্যানস অফ আসিফ আকবর’, কুমিল্লা শিল্পী ও মিউজিশিয়ান সমাজ’, ‘আসিফ গান আড্ডা গ্রুপ’ এর সদস্যরা এদিন রাস্তায় নেমে আসে প্রিয় শিল্পীর মুক্তির দাবিতে।

এদিকে সোশ্যাল মিডিয়াতেও এঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেশে এবং দেশের বাইরে সমালোচনার মুখেও পড়ছে আদালত। কেন আসিফ আকবরের মতো শিল্পীর জামিন নাকচ করে দেয়া হলো? কেন তাকে কারাগারে পাঠানো হলো? এরই মধ্যে শুক্রবার বিকেল নাগাদ শিল্পী শফিক তুহিন দাবি করেন, তার নামে ফেক ফেসবুক আইডি খুলে আসিফ ভক্তদের উস্কানি দেয়া হচ্ছে। ফেসবুক জুড়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

অন্যদিকে কারাগারের সাধারণ সেলে বন্দি থাকা আসিফ আকবর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে স্বজনরা। তার উচ্চ রক্তচাপ থাকায় উদ্বিগ্ন রয়েছেন তারা। তবে তাকে কারা মেডিকেল থেকে প্রয়োজনীয় ঔষধ সরাবরাহ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।