টেস্টটিউব পদ্ধতিতেই জন্ম হয়েছিল সীতার: বিজেপি নেতা

টেস্টটিউব পদ্ধতিতেই জন্ম হয়েছিল সীতার: বিজেপি নেতা

যুগটা কি রামায়ণের যে সীতাকেই প্রশ্নবিদ্ধ করা হলো! রামায়ণের অন্যতম চরিত্র সীতার জন্ম ‘রহস্য’ নিয়ে শুধু প্রশ্নই না বরং তার জন্মরহস্যও উন্মোচন করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা দীনেশ শর্মা। এতে করে বিজেপি নেতাদের ভাড়ামি আরেক ধাপ এগিয়ে গেলো।

আজ শুক্রবার তিনি জানিয়ে দিলেন, টেস্টটিউব পদ্ধতিতেই জন্ম হয়েছিল সীতার! রামায়ণের সময় এমনই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রচলন ছিল তখন।

ভারতীয় এক সংবাদসংস্থাকে তিনি বলেন, ‘‘লোকে বলে সীতাজি একটি মাটির পাত্রে জন্মেছিলেন। মানে রামায়ণের সময়। টেস্টটিউবের মতো পদ্ধতির অস্তিত্ব ছিল তখনও।’’

এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহাভারতের আমলে ইন্টারনেট থাকার কথা বলেছিলেন। এবার ইউপির উপমুখ্যমন্ত্রীও সে সুরে সুর মেলালেন। বললেন, , ইন্টারনেট ও স্যাটেলাইট হিন্দু মহাকাব্য মহাভারতের সময়েও ছিল। লক্ষ বছর আগে ভারতেই উন্নততর প্রযুক্তির আবিষ্কার হয়েছিল।

দীনেশ শর্মা আরও বলেন, “আজকে সরাসরি সম্প্রচার হচ্ছে। কিন্তু আমার মনে হয়, একইরকম প্রযুক্তি মহাভারতের সময়ও ছিল। সঞ্জয় মহাভারতের যুদ্ধের ‘লাইভ টেলিকাস্ট’ করেছিলেন ধৃতরাষ্ট্রের কাছে”

শুধুই উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীই নয়, বিজেপির অনেক নেতাই এই একই রকম বিতর্কিত মন্তব্য করেছেন। চোখের ছানি, সার্জারি, নিউক্লিয়ার টেস্ট, এমন কি মাধ্যাকর্ষণ তত্ত্বের শুরুও প্রাচীন ভারতে হয়েছিল বলে তারা বিবৃতি দিচ্ছেন।

গত বুধবার তিনি বলেছিলেন, মহাভারতের সময়ে সাংবাদিকতা গোড়াপত্তন হয়। তিনি এও মনে করেন গুগল সে আমলে ছিলো। নারদ মুনি সেই তথ্যের ভাণ্ডার আর তিনবার ‘নারায়ণ’ জপ করে  তিনি তথ্যের আদান প্রদান করতেন।