মরিয়ম পশতু নামের প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম ছাত্রীকে নিয়ে ইসলামবিদ্বেষী ও অবমাননামূলক কার্টুন ছেপেছে ইসলাম বিদ্বেষের কারণে বিখ্যাত ফ্রান্সের পত্রিকা শার্লি হেব্দো। মরিয়ম বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট ইউনিয়নেরও নেতৃত্ব দেন।
সম্প্রতি ফ্রান্সে চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে মরিয়ম তার প্রতিক্রিয়া জানালে তাকে নিয়ে এমন কার্টুন প্রকাশ করা হয়। তবে অনেকে মনে করছেন, আন্দোলন বিষয়ে তার অভিমতের চেয়ে হিজাবের কারণেই তিনি এমন আক্রমণের শিকার হয়েছেন।
এমনকি ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলোম্ব এই আন্দোলনকারীদের সমালোচনা করে বলেন, এভাবে আন্দোলনে হিজাব ঢুকে যাওয়া একধরনের ‘প্ররোচনা’।
‘এই হিজাবের প্রদর্শন রাজনৈতিক ইসলাম প্রচারে সহায়তা করছে’ বলে মনে করেন সে দেশের সমবায় মন্ত্রী মারলেনা শিয়াপ্পা।
বাজফিড নিউজের সাথে এক স্বাক্ষাতকারে মরিয়ম পুরো বিতর্কটিকে ‘দু;খজনক’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘ঘটনাটি শেষমেষ সরকারি পর্যায়ে পৌছাবে বলে আমার ধারণা ছিল না। আমার হিজাবের সাথে কোন রাজনৈতিক যোগাযোগ নাই, আর এটি যদি কোন রাজনৈতিক মানে বহন করে তার দায় আমার না। এটি আমার বিশ্বাস এবং এর কোন কৈফিয়ত আমি দিব না, দিতে বাধ্য নই’।
ফরাসি রঙ্গ ম্যাগাজিন শার্লি হেব্দো এর আগেও ইসলাম-বিদ্বেষী নানা কার্টুন ছেপে বিতর্কের জন্ম দিয়েছে। এবার তারা এই নারীকে হিজাবসহ বানরের মত প্রকাশ করায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
কার্টুনটির ক্যাপশন ছিল, ‘তারা এই আমাকেই মিছিলে নেতৃত্ব দিতে বেছে নিয়েছে’।
২০১৭ সালে বার্সোলনায় বোমা হামলার পরেও তারা ইসলামবিদ্বেষী কার্টুন ছেপেছিল। সেবারের কার্টুনে ‘ইসলাম শান্তির ধর্ম’ কথাটিকে নিয়ে রঙ্গ করা হয়েছিল। মূলত দুইজন লোক একটি রক্তের সাগরে শুয়ে হাসতে হাসতে বলছিল, ‘ইসলাম আসলে চির শান্তির ধর্ম’।
এসব কাজ করে তারা মূলত ইসলামকে একটি যুদ্ধবাজ ধর্ম হিসেবে দেখাতে চায়। শার্লি হেব্দো এভাবেই একটি বিচ্ছিন্ন ঘটনার জন্যে সারা দুনিয়ার দেড় বিলিয়ন মুসলিমকে নিয়ে হাস্যরসাত্মক-বিদ্বেষমূলক মন্তব্য করে চলেছে।
This disgusting racist trash vile cover from #CharlieHebdo portrays a young Muslim girl as a monkey. Why? Because she wears hijab. And they ask Muslims to rewrite the Holy Quran because it’s antisemitic? This is the typical hypocrisy of the French establishment. Islamophobia. pic.twitter.com/MfWGMl9qms
— Chimā Elbiāly (@ChimaElbialy) May 24, 2018