বিশ্বকাপ উপলক্ষে রাশিয়ার স্বারক নোট উম্মোচন

বিশ্বকাপ উপলক্ষে রাশিয়ার স্বারক নোট উম্মোচন

১৪ জুন রাশিয়ায় পর্দা উঠতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ বিশ্বকাপ ফুটবলের। প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে রাশিয়ায় সাজ সাজ রব। পুরো দেশকেই ঢেলে সাজানো হয়েছে মহাযজ্ঞকে সামনে রেখে। স্মরণীয় করতে হচ্ছে নানান আয়োজন। তার অংশ হিসেবে ১০০ রুবল মূল্যের স্মারক ব্যাংক নোট চালু করেছে রাশান সরকার।

এই নোটের এক পৃষ্ঠে জায়গা পেয়েছে রাশিয়া এবং বিংশ শতাব্দীর সেরা গোলকিপার লেভ ইয়াসিনের পোস্টারের সামনে বল হাতে এক কিশোর বিস্মিত নয়নে তাকিয়ে আছে। লেভ ইয়াসিন শুধু রাশিয়া নয়, সমগ্র ফুটবলাকাশের এক উজ্জ্বল নক্ষত্র। রাশান ফুটবলের বিজ্ঞাপন বলা যায় তাকে। নোটটির অন্য পৃষ্ঠে একটি ফুটবলের ছবি দেয়া আছে যেখানে ফুটবলের মাঝে রাশিয়ার মানচিত্র অঙ্কিত। এছাড়াও বিশ্বকাপে হোস্ট ১১টি শহরের নাম পাশাপাশি লেখা আছে এতে।

স্মারক নোটটি প্লাস্টিক দ্বারা তৈরি করা এবং নোটের গায়ে হলোগ্রাফিক ইমেজ ব্যবহার করে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ রাশিয়া ২০১৮’ লেখা। ফুটবলের মাঝে রাশিয়ার মানচিত্রেও হলোগ্রাফিক ব্যবহার করা হয়েছে যা আলোর বিপরীতে ধরা হলে রঙ পরিবর্তন করে।