এবার প্রযোজনায় নামছেন বারাক ওবামা ও মিশেল ওবামা দম্পতি। সোমবার এক ঘোষণায় তারা বলেন, তারা অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্যে টিভি সিরিজ, সিনেমা এবং তথ্যচিত্র নির্মাণ করবেন।
নিউ ইয়র্ক টাইমস জানায়, ওবামা জুটি তাদের এই প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দিয়েছেন ‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশন’। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের বলেন, ‘আমার জীবনে সবচেয়ে আনন্দের কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের মানুষের সাথে মেশা, তাদের অভিজ্ঞতা জানা এবং সেসব অন্যদের সাথে শেয়ার করা’। এবং তিনি নেটফ্লিক্সের সাথে কাজ করাকে তার এবং তার স্ত্রী মিশেল ওবামার জন্যে অন্যরকম অভিজ্ঞতা হবে বলে মনে করছেন। পেশায় আইনজীবী রাজনীতিবিদ বারাক ওবামা নতুন এই ব্যবসা নিয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
টেড সারান্দোস, নেটফ্লিক্সের প্রধান কন্টেন্ট অফিসার এ প্রেক্ষিতে জানান, ওবামা জুটির মতো সম্মানিত এবং প্রতিশ্রুতিশীল মানুষদের কাজ করতে পেরে নেটফ্লিক্স পরিবার গর্বিত। তবে এখানে কি পরিমান অর্থলগ্নি করবেন এই জুটি তা জানা যায়নি।
এছাড়াও এই দম্পতি সম্প্রতি পেঙ্গুইন থেকে জীবনী লেখার অর্থ হিসেবে প্রায় ৬৫ মিলিওন ডলার পেয়েছেন বলেও গণমাধ্যমে খবর বেরিয়েছে।