সংখ্যাতত্ত্বে ডি ভিলিয়ার্স

সংখ্যাতত্ত্বে ডি ভিলিয়ার্স

• ৫০ এর ওপর ইনিংস খেলে ৫০+ গড় এর ১০০+ স্ট্রাইক রেটে নূন্যতম ৫ হাজার রান করা একমাত্র ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।

• ৩২৪.১৫– কমপক্ষে ১০০ বল খেলেছেন এমন ইনিংস এর মধ্যে এবির সবচেয়ে দ্রুতগতির ইংনিস এবং সবচেয়ে স্লথ ইংনিসের মধ্যকার স্ট্রাইকরেটের ব্যবধান। তার সবচেয়ে দ্রুততম ইনিংসটি এসেছিল ওয়েন্ডিজ এর বিপক্ষে ২০১৫; ৪৪ বলে ১৪৯ করেছিলেন তিনি। আর সবচেয়ে স্লথ ইনিংসটি এসেছিল একই বছর ভারতের বিপক্ষে টেস্টে যেখানে ৪৩ করেছিলেন ২৯৭ বলে।

• ওয়ান ডে তে ২৫ ওভারের পরে নেমে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির সংখ্যা পঁচিটি, বলাই বাহুল্য এ কৃতিত্বও কারো নেই।

• দ্রুততম সেঞ্চুরি, হাফ-সেঞ্চুরি এবং ১৫০ রানের মালিক এবিডি। এই মাইলফলকগুলো ছুঁতে তার লেগেছে যথাক্রমে ৩১, ১৬ এবং ৬৪ বল। হতভাগা দলের নাম ওয়েস্ট ইন্ডিজ!

• মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে টেস্ট এবং ওডিআই উভয় ফরমেটেই ৫০+ গড়ে রান করার কৃতিত্ব রয়েছে ডি ভিলিয়ার্সের।

• একমাত্র উইকেট-রক্ষক হিসাবে ম্যাচে দশ ক্যাচ এবং সেঞ্চুরির ডাবল করার কৃতিত্বও এবিডির।

• ৫৭.৬৮– ২০০৮ এর পর থেকে এই এ গতিতেই রান করেছেন ডি ভিলিয়ার্স। কমপক্ষে পাঁচ হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে এ সময়কালে তার চেয়ে ভালো অ্যাভারেজ শুধু সাঙ্কাকারা এবং স্মিথের।

• ২০০৪ সালে অভিষিক্ত হবার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এবিডির রান ২০০১৪, যার চেয়ে বেশি রান রয়েছে শুধুমাত্র সাঙ্গাকারার।

• ৬২.১১ পাঁচ নাম্বারে নেমে কমপক্ষে ২৫০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ অ্যাভারেজ।

• ৭১.১৬ নিজের শেষ টেস্ট সিরিজে ডিভিলিয়ার্সের সংগ্রহ। শেষ সিরিজে এর চেয়ে বেশি গড় ছিল শুধু ব্রায়ান লারারই।