অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফিকশনে ১৮ সালের ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পেলেন পোল্যান্ডের ঔপন্যাসিক অলগা তোকারজুক। তিনি তার উপন্যাস ‘ফ্লাইটস’ -এর জন্যে এই পুরস্কার জয় করে নিলেন। মূলত সময়ের সাথে মানুষের যাত্রা, মহাবিশ্ব এবং মানবদেহ নিয়েই এই পুরস্কার জয়ী উপন্যাসের পটভূমি।
ইরাকি লেখক আহমেদ সাদাওয়ি’র ভৌতিক উপন্যাস ‘ফ্র্যাংকেস্টাইন ইন বাগদাদ’, দক্ষিণ কোরিয়ার লেখক হান কিং এর ‘দ্য হোয়াইট বুক’ ছাড়াও আর তিনটি ফিকশন এই পুরস্কার প্রাপ্তির দৌড়ে শামিল ছিল।
তোকারজুকের এই উপন্যাসে আধুনিক সময়ের যাত্রার সাথে ১৭ শতকের একজন শল্যচিকিৎসকের জীবনী যুক্ত করা হয়েছে যিনি নিজেই তার পায়ের সার্জারি করেছিলেন।
লিসা আপিগনানেসি, বিচারক প্যানেলের প্রধান এই উপন্যাস বিষয়ে বলতে যেয়ে বলেন, উপন্যাসটি বেশ চঞ্চলতায় ভরা।
তোকারজুক পোল্যাণ্ডের বিখ্যাত লেখকদের অন্যতম। তবে নানা সময়ে সেখানকার কট্টরবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছেন, পেয়েছেন হত্যার হুমকি। মূলত তিনি সেদেশের ইতিহাসের বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষ করে ইহুদী প্রশ্নে পোল্যান্ডের অবস্থান নিয়ে।
এটি মূলত ইংরেজি সাহিত্যের ম্যান বুকারের আরেকটি অংশ। যেখানে যেকোন সাহিত্য ইংরেজিতে অনূদিত হলেই এই পুরস্কারের জন্যে তালিকাভুক্ত হতে পারবে। এই পুরষ্কারের অর্থমূল্য প্রায় ৫০ হাজার পাউন্ড যা মূলত ঔপন্যাসিক নিজে এবং তার অনুবাদক জেনিফার ক্রফট পাবেন।