এবার বিশ্বকাপ মাতাবে কালারস (ভিডিও)

এবার বিশ্বকাপ মাতাবে কালারস (ভিডিও)

ফুটবল বিশ্বকাপ মানে এখন আর শুধুই ফুটবল না। গত কয়েক বিশ্বকাপ ধরেই ‘ওয়ার্ল্ডকাপ এনথেম’গুলো ঘুরেছে মানুষের মুখে মুখে। বিশেষ করে ২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ এবং কে’নান এর ‘ওয়েভিং ফ্লাগ’-এ শিশু থেকে বৃদ্ধ সকলেই বুদ হয়ে ছিল। এবার বিশ্বকাপ মাতাতে আসছে তিনটি গান। ‘কালারস’, ‘পসিটিভো’ এবং ‘ইউনাইটেড বাই লাভ’। কোকাকোলা প্রমোশোনাল এনথেম ‘কালারস’টি গাওয়া হয়েছে আরবি, স্প্যানিশ এবং ইংলিশ এ। এবং এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সি লেমহাফ, আবদেলহাফিদ দৌজি, তামির হুসনি, মালুমা, জেসন ডারেলো এবং ক্যাসপার। কালারস হচ্ছে এবারের কোকাকোলার প্রোমোশনাল মিউজিক ভিডিও। ফেসবুকে ইতোমধ্যেই ১৭ মিলিয়ন শ্রোতা উপভোগ করেছেন গানটি। জে বালভিন এবং মাইকেল ব্রানের ‘পজিটিভো’ গাওয়া হয়েছে শুধুই স্প্যানিশে। এবং নাটালিয়া ওরেরোর ‘ইউনাইটেড বাই লাভ’ গানটি তিনি গেয়েছেন ইংলিশ, রাশিয়ান এবং স্প্যানিশ ভাষায়। উল্লেখ্য, ১৯৬২ সালের চিলি বিশ্বকাপ থেকে বিশ্বকাপ সংগীতের প্রচলন শুরু।