গোহত্যার অভিযোগ তুলে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের হত্যা নির্যাতন বেড়েই চলেছে। হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মূলত এই প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ গত বুধবার রাতে মধ্যপ্রদেশের সাতনা জেলার একদল গ্রামবাসী লাঠি ও পাথর নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই সিরাজ খান নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। ভারতীয় পুলিশের উপ-বিভাগীয় কর্মকর্তা অরভিন্দ তিওয়ারি বার্তা সংস্থা এএফপিকে এ খবরের সত্যতা জানিয়েছেন। নিহত সিরাজ খান দর্জির কাজ করতেন।
সিরাজের বন্ধু ৩৩ বছর বয়সী শাকিল মাকবুলের অবস্থাও গুরুতর। তাদের সঙ্গে থাকা অন্যরা গ্রামবাসীদের হামলার পরপরই পালিয়ে যায়। পিটিয়ে হত্যার ঘটনায় চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এরা হলেন- পবন সিং গোন্ড, ভিজয় সিং গোন্ড, ফুল সিং গোন্ড ও নারায়ন সিং গোন্ড। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে জবাই করা একটি ষাঁড় এবং ব্যাগে মোড়ানো আরও দুটি প্রাণীর মাংস পাওয়া গেছে বলে জানিয়েছেন।
অরভিন্দ তিওয়ারিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উত্তেজনা থামাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জবলপুর হাসপাতালে অচেতন শাকিলের বিরুদ্ধেও পুলিশ গরু জবাইয়ের অভিযোগ এনেছে। শাকিল ও রিয়াজ উভয়েরই পরিবার গরু জবাইয়ের অভিযোগ অস্বীকার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
গরু জবাইয়ের অভিযোগ প্রমাণিত হলে মধ্যপ্রদেশে সাত বছরের কারাদণ্ড ও ৫ হাজার রুপি জরিমানার বিধান রয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের দুইদিনব্যাপী মধ্যপ্রদেশ সফর উপলক্ষে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে; সাতনাতেও তিনি বিরতি নেবেন বলে জানিয়েছেন।