উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাথে উচ্চ-পর্যায়ের সব ধরনের আলোচনা স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার জের ধরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে; এবং এটিকে তারা উপদ্বীপকে পুনরায় বিভক্তির হুমকি হিসেবে দেখছেন।
একই সাথে দেশটি সামনে মাসে হতে যাওয়া কিম-ট্রাম্প বৈঠকের ভাগ্য নিয়েও কথা বলেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত বিবৃতিতে মি. কিম বলেছেন. আমেরিকা ‘যদি আমাদের কোণঠাসা করে একতরফা দাবি করে যে আমাদের পারমাণবিক অস্ত্র ছাড়তে হবে, তাহলে আমরা আলোচনায় আগ্রহী নই, এবং ১২ই জুন সিঙ্গাপুরে শীর্ষ বৈঠকে যোগদানের বিষয়টি আমাদের পুনঃবিবেচনা করতে হবে’।
কিম আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, ট্রাম্প যদি ‘তার পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করতে চান’, অর্থাৎ পারমাণবিক অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত আমেরিকা উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলবে না, ‘তাহলে ট্রাম্প তার পূর্বসুরীদের চেয়েও ব্যর্থ প্রেসিডেন্ট হিসাবে গণ্য হবেন, তিনি নজিরবিহীন সাফল্য অর্জনের যে আকাঙ্খা পোষণ করছেন তার থেকে অনেক দূরে সরে যাবেন।’
এর আগে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে প্রস্তুত এবং তা পরিদর্শনের জন্য আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানোর কথা জানালে ওই বৈঠকে বসার বিষয়ে সম্মত হন ট্রাম্প। কিন্তু বুধবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ‘ম্যাক্স থান্ডার’ নামে যৌথ সামরিক মহড়া চালালে পরিস্থিতি প্রতিকূলে চলে যায়। কেননা, এ ধরনের বার্ষিক মহড়ার বিরোধিতা বহুদিন ধরেই করে আসছিল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রপতি কিম কে গউন বলেছেন, ‘পারমাণবিক কর্মসূচি বাদ দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র তাদের আর্থিক পুরস্কার ও সুবিধা দেবে বলে জানিয়েছে। কিন্তু তাদের অর্থনীতি যুক্তরাষ্ট্রের দয়ায় চলবে এমন করে গড়ে তোলেননি তারা। ভবিষ্যতে এমন কোনো চুক্তিতে সই করবে না তার দেশ’।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ঘটনাকে আরও উস্কে দিয়েছেন। তিনি উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণকে লিবিয়া এবং ইরাকের সাথে তুলনা করেছেন। যা উত্তর কোরিয়ার মতো রাষ্ট্রের জন্য মোটেও সুখকর নয়।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিলের পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছিল। সম্প্রতি কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে করমর্দনের পর সম্পর্কের এ অগ্রগতি হচ্ছিল বলে মনে করা হয়। তবে আজ বুধবার আবারও দুই দেশের মধ্যে সম্পর্ক অবনতির দিকে মোড় নিয়েছে।