আজ প্রজ্ঞাপন না হলে কাল থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট

আজ প্রজ্ঞাপন না হলে কাল থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট

আজ রোববার বিকেল ৫টার মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বিক্ষোভ মিছিল শেষে ক্লাস বর্জনের এই ছাত্র ধর্মঘট ঘোষণা করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার ৩২ দিনেও কোটা বাতিলের প্রজ্ঞাপন হয়নি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আজ বিক্ষোভ করেছি। আমরা কোটা বাতিল চাই না। আমরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছি। আপনারা চাইলে বিশেষ কারো জন্য কোটা রাখতে পারেন। তবে সেটি হতে হবে আমাদের পাঁচ দফা দাবির ভিত্তিতে। যদি আজ বিকেল ৫টার মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না করা হয় তবে সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবে শিক্ষার্থীরা।

এর আগে প্রজ্ঞাপন জারির দাবিতে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কয়েক হাজার শিক্ষার্থী সমবেত হন। এরপর পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক নূর ও ফারুক হাসানের নেতৃত্বে তারা মিছিল বের করেন।

পরে মিছিলটি কলাভবন, মল চত্বর, ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আজ ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে।