বিয়ারের বোতলের ঢাকনায় সৌদি পতাকার চিহ্ন হিসেবে থাকা ইসলামের পবিত্র কালিমা ছেপে সমালোচনার মুখে পড়েছে জার্মানির একটি কোম্পানি। ফুটবল বিশ্বকাপের আয়োজক প্রতিষ্ঠান ফিফা’র সাথে চুক্তির বলে অংশগ্রহণকারী সবকটি দেশের পতকা ও চিহ্নসহ বিয়ারের বোতল বাজারে ছেড়েছে ওই কোম্পানিটি। এ নিয়ে ব্যাপক সমালোচনার মৃখে কোম্পানির পক্ষ থেকে একটি ঘোষণায় বলা হয়েছে, সোশাল মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে তারা তাদের প্রচারাভিযান স্থগিত করেছে।
বিয়ার উৎপাদন প্রতিষ্ঠানটির নাম ‘দি ইচবম’, এটি জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ম্যানহাইমে অবস্থিত। তারা তাদের বিয়ারের বোতলে আসন্ন ফুটবল বিশ্বকাপে সুযোগ পাওয়া সকল দেশের পতাকা ছেপেছে। সুযোগ পাওয়া ৩২টি দেশের প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বোতলের ঢাকনা ও প্রিন্ট করা হয়েছে।
সেখানে সৌদি আরবের পতাকাও অন্তর্ভুক্ত করা হয়। বিয়ারের বোতলের মুখে সৌদি পতাকার প্রিন্ট লাগানো হয়। এতে ফেইসবুক ও টুইটারে আলোচনা পর্যালোচনার ঝড় ওঠে। অনেকে কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যাবহারকারীদের মতে, বিয়ারের বোতলের মুখে ইসলামের কালিমা সমৃদ্ধ এমন প্রিন্ট ছাপা মোটেও ঠিক হয়নি। উল্লেখ্য, সৌদি আরবের পতাকায় ইসলামের গুরুত্বপূর্ণ কালিমা ‘কালিমায় তাইয়্যেবা’ খচিত রয়েছে।
স্থানীয় পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের পর ‘দি ইচবাম’ কতৃপক্ষ শুক্রবারে ফেসবুকের মাধ্যমে জানিয়েছে যে, তারা বিশ্বকাপের বোতল ক্যাপ তৈরি বন্ধ করে দেবে এবং তারা সৌদি আরবের পতাকা সমৃদ্ধ বোতলগুলি দোকানে থেকে সরিয়ে নেবে।
বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানটির দাবি, সম্ভাব্য আরও বিতর্কিত কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য তারা এই পদক্ষেপটি নিয়েছে।
ইসলাম অবমাননা বিতর্ক
দি ইচবম কতৃপক্ষ প্রাথমিকভাবে ‘প্রিয় মুসলমান’ সম্বোধন করে একটি চিঠির মাধ্যমে এই বিতর্কের সমাধান করতে চেয়েছিল, যা গত বুধবার তারা তাদের ফেইসবুক পেইজে পোস্ট করে।
Either ignorance or attention seeking, both reasons don't justify such a "mistake". & yes it is a big deal. #RespectDifferences #eichbaum #SaudiArabia pic.twitter.com/ra8NNquKpU
— LeenRF (@LeenFaiisal) May 11, 2018
সেখানে তারা বলে, ‘আমরা কোন ধর্মীয় বা রাজনৈতিক মন্তব্যের ব্যাপারে আগ্রহী নই অবশ্যই আমাদের পণ্যগুলির ব্যাপারেও না। যদি আমরা দুর্ভাগ্যজনকভাবে আপনাদেরকে বিক্ষুব্ধ করে থাকি সেজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি’।
সেখানে আরও বলা হয়, দি ইচবাম জানত না যে, ‘সৌদি আরবের পতাকায় ইসলামী বিশ্বাসের বিবৃতি রয়েছে’।
সেই প্রাথমিক ফেইসবুক পোস্টটি অবশেষে মুছে ফেলা হয়েছে। তারপরেও স্থানীয় দৈনিক মেনহাইমার মোর্গেনের প্রতিবেদন অনুসারে, এই স্বল্প সময়ের মধ্যেই সেখানে ১,৩৫৫টি কমেন্ট পড়ে।
দি ইচবাম কতৃপক্ষ তাদের শুক্রবারের পোস্টে লিখেছে, সৌদি আরবের বোতলের ক্যাপ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে আমরা মত প্রকাশের স্বাধীনতার সীমানা লাংঘন করে ফেলেছি।
ইস্যুটির কারণে গত কয়েকদিন ধরে বিয়ার কোম্পানিটির ফেইসবুক পেইজটিতে সমালোচনার ঝড় উঠেছে। পেইজটির রিভিউতে মাত্র ওয়ান স্টার রিভিউদাতাদের সংখ্যা অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকেই রিভিউ কমেন্টে লিখেছেন, দি ইচবমের মার্কেটিং পদ্ধতি হচ্ছে, ‘ইসলামের অপব্যবহার করে মদ বিক্রি করা’।
অন্যদিকে অপর একজন ওয়ান স্টার রিভিউ দাতার অভিযোগ, বিয়ার কোম্পানিটি ‘কাপুরুষে’ ভরপুর। ফলে তারা এই বিয়ারের বোতলগুলো সরিয়ে নিচ্ছে।