বিনামূল্যে গ্রাফিক্স রিসোর্সের ৫ ওয়েবসাইট

বিনামূল্যে গ্রাফিক্স রিসোর্সের ৫ ওয়েবসাইট

বর্তমান বিশ্বকে গ্রাফিক্স ডিজাইন ব্যতিত চিন্তা করা কঠিন। আমরা সারাদিন যেসব পণ্য ব্যবহার করি সেসব পণ্যের বিজ্ঞাপন এবং প্যাকেজিংয়ের জন্য গ্রাফিক্স ডিজাইন প্রয়োজন। আবার ধরুন নির্বাচনী প্রচারণার জন্য– ব্যানার, পোস্টার, স্টিকার ইত্যাদি কাজের জন্যও গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয়। মোটকথা হলো গ্রাফিক্স ডিজাইনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আপনি কি বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইনের উপাদান পাওয়ার কথা ভাবছেন?– তাহলে এখানে চোখ রাখুন। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এমন পাঁচটি ওয়েবসাইটের সাথে, যেখান থেকে আপনি খুব সহজে আপনার প্রয়োজনীয় অসংখ্য গ্রাফিক্স ডিজাইনের উপাদান পেয়ে যাবেন–

 

১. বিহ্যান্স

বিশ্বের প্রায় সব গ্রাফিক্স ডিজাইনারই এই ওয়েবসাইটটির নাম জানে। এটি গ্রাফিক্স ডিজাইনারদের একটি পোর্টফোলিও শেয়ার করার প্লাটফর্ম। গ্রাফিক্স ডিজাইনাররা তাদের নিজস্ব অ্যাকাউন্টে তাদের কাজগুলো শেয়ার করে; যাতে ক্লায়েন্টদের নজর কাড়তে পারে। বিহ্যান্সের প্রায় ৮০ ভাগ কাজই ব্যক্তিগত ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে। বিহ্যান্সে সব ধরণের গ্রাফিক্স উপাদান রয়েছে।

 

২. ডেভিয়েন্ট আর্ট

ডিজিটাল আর্টের সবচেয়ে বড় গ্যালারি হল ডেভিয়েন্ট আর্ট। এটি সুন্দর এবং প্রয়োজনীয় গ্রাফিক্স উপাদানের রেফারেন্স বা উৎস সম্পর্কে খোঁজ দেয়। এছাড়া এখানে বিনামূল্যেও গ্রাফিক্স ডিজাইনের উপাদান রাখা আছে। ওয়েবসাইটটি সর্বাধিক প্রাচীন হওয়ায় ফটোশপ ব্রাশ ও প্যাটার্নের সর্বোচ্চ সংগ্রহশালা এটি।

 

৩. এআই ডাউনলোড

২০১৭ সালে প্রতিষ্ঠিত এই ওয়েবসাইটটি ইতোমধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। এই ওয়েবসাইটটিতে প্রিমিয়াম গ্রাফিক্স উপাদানগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। প্রিমিয়াম গ্রাফিক্স টেমপ্লেট, পিএসডি মক আপ, ফন্ট, ফটোশপ অ্যাকশনের বিশাল এক ভাণ্ডার। কয়েকটি বিজ্ঞাপন দেখার ধৈর্য ধরতে পারলেই বাঁচাতে পারবেন গ্রাফিক্স রিসোর্সের পিছনে ব্যয় করা ডলারগুলো।

 

৪. অল-ফ্রি-ডাউনলোড

অল-ফ্রি-ডাউনলোড ভেক্টর, স্টক ফটো, প্রিমিয়াম ফুটেজের জন্য পরিচিত। এটিকে গ্রাফিক্স ডিজাইনাররা চড়ামূল্যের ‘শাটারস্টক’ মার্কেটপ্লেসের বিকল্প মনে করে। এই সাইটটি ব্যক্তিগত এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রে ব্যবহারের জন্য উন্মুক্ত। অল-ফ্রি-ডাউনলোডে এইচটিএমএল টেমপ্লেটও রয়েছে।

 

৫. ফ্ল্যাটআইকন

ইউআই বা ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে আইকন খুবই গুরুত্বপূর্ণ। ফ্ল্যাটআইকনে বিশ্বের সবচেয়ে বেশি আইকন রয়েছে। যার পরিমাণ আট লক্ষ সাড়ে আটাশ হাজার। এবং এর সমস্ত আইকনই বিনামূল্যে ব্যবহারের জন্য। এখানে একই আইকন পাঁচটি ফরম্যাটে ডাউনলোড করা যায়- png, svg, eps, psd এবং শর্টকোড।