মুক্তি কখনোই সম্ভব না : ভারতীয় সেনাপ্রধান

কাশ্মির প্রসঙ্গে

মুক্তি কখনোই সম্ভব না : ভারতীয় সেনাপ্রধান

কাশ্মিরী তরুণদের মুক্তিসৈনিক (ভারত যাদের সন্ত্রাসী উল্লেখ করে) হয়ে ওঠার প্রবণতায় উদ্বিগ্ন হয়ে ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত হুমকি দিয়েছেন, “তুমি সেনাবাহিনীর সাথে যুদ্ধে জড়াতে পারো না, মুক্তি কখনোই সম্ভব না।” ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল বিপিন রাওয়াত বলেন, কাশ্মিরীদের অপ্রয়োজনে এটা বহন করা উচিত নয়। এবং তাদের বোঝা উচিত আমরা তাদের সাথে লড়াই করছি যারা বিচ্ছিন্ন হতে চায়।

“আমি কাশ্মিরী তরুণদের বলতে চাই যে মুক্তি সম্ভব নয়। এটি ঘটবে না। কেন তোমরা অস্ত্র তুলে নিচ্ছো ? আমরা সর্বদা তাদের বিরুদ্ধে লড়াই করছি যারা মুক্তি অন্বেষণ করে এবং যারা আলাদা হতে চায়। মুক্তি কিছুতেই ঘটবে না। কখনোই না।” তিনি আরও বলেন, “আমি জানি যে তরুণরা ক্ষুব্ধ। কিন্তু নিরাপত্তাকর্মীদের আক্রমন করা, আমাদের পাথর ছুড়ে মারা। কোন উপায় নয়।”

জম্মু ও কাশ্মিরের মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দেয়ার দু’দিন পরই মোহাম্মদ রাফি ভাট নিহত হওয়ার পরপরই সেনাপ্রধানের এই মন্তব্যটি আসায় কাশ্মিরে উত্তেজনা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

জেনারেল রাওয়াত বলেন যে কাশ্মিরে বসবাসরত তরুণরা ভুল নির্দেশনা পাচ্ছে এবং সহিংসতার পথ বেছে নিচ্ছে। তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে যা কিছু ঘটছে। আমি শুধু বলতে চাই এসব অকার্যকর, এসব দিয়ে কিছুই অর্জন করা সম্ভব নয়। এনকাউন্টারে কতজন নিহত হচ্ছে তা আর্মির জন্য কোন বিষয় না কারণ আমি জানি এই চক্রটি চলতে থাকবে।”

এটা এমন নয় যে আমরা এটা উপভোগ করছি। “কিন্তু তুমি যদি আমাদের সাথে লড়তে চাও, আমরা সমগ্র বাহিনী নিয়ে লড়বো। কাশ্মিরকে বুঝতে হবে যে নিরাপত্তাবাহিনী অতটা হিংস্র নয়- সিরিয়া এবং পাকিস্তানের দিকে দেখুন। এরকম পরিস্থিতিতে তারা ট্যাংক ও বৈমানিক ক্ষমতা ব্যবহার করে। বড় ধরণের উত্তেজনা সত্তে¡ও আমাদের সৈন্যরা বেসামরিক হতাহত এড়িয়ে চলার চেষ্টা করছে।” সংবাদপত্রটিকে জানান বিপিন রাওয়াত।

উল্লেখ্য, গত রবিবার (৬ মে) জম্মু ও কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ রাফি ভাটসহ ৫ জন নিহত হয়। এদের মধ্যে একজন নিহত হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করেছে ভারতীয় বাহিনী।