প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার পর এবার কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীর ঘোষিত কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে আগামীকাল বুধবার দেশব্যাপী বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে মানবন্ধনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কোটা-বিরোধী আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। উক্ত পরিষদের আহবায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত বক্তব্য থেকে জানানো হয়, আগামীকাল বেলা ১১টায় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে একযোগে এই শান্তিপূর্ণ মানবন্ধন অনুষ্ঠিত হবে।
উক্ত লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির যুগ্ম আহবায়ক নুরুল হক। সাথে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক রাশেদ খান এবং ফারুক হোসেন।
লিখিত সে বক্তব্যে বলা হয়, প্রজ্ঞাপন জারি নিয়ে ৯ই এপ্রিল আমাদের সাথে কথা হলে বলা হয়েছিল ৭ই মে এর মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। ১১ এপ্রিল মহান সংসদে প্রধানমন্ত্রী কোটা বাতিলের আশ্বাস দিলেও কোন গেজেট এখন পর্যন্ত প্রকাশ পায়নি। .
নিজেদের আন্দোলনকে অহিংস দাবি করে আন্দোলনকারীদের অন্যতম নুরুল হক বলেন, “২৭ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোন প্রজ্ঞাপন জারি হয়নি। বরং আমাদের সাথে নাটক করা হচ্ছে। এছাড়া মামলা প্রত্যাহার না করে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে।
আন্দোলনের শুরু থেকে নানাসময়ে কোটা সংস্কারের দাবি করা হলেও আজ সংবাদ সম্মেলন থেকে বলা হয়, “আমরা প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল এবং শ্রদ্ধাশীল। তিনি সংসদে যা বলেছেন, আমরা আশা করি অতি দ্রুত সেটির প্রজ্ঞাপন জারি করে ছাত্রসমাজের মাঝে যে অস্থিরতা বিরাজ করছে তার সমাধা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর মহান সংসদে কোটা বাতিলের যে ঐতিহাসিক-যুগান্তকারী ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের দাবিতে আগামীকাল সকাল ১১টায় সারা বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হবে”