১৯৯৮ সালে রাজস্থানের সুরাজ বারজাত্যা’র সিনেমা, “হাম সাথ সাথ হ্যা” ছবির শুটিং চলাকালে বলিউডের সালমান খানকে দুটি কালো হরিণ হত্যা করার দায়ে দোষী করা হয়। সেই মামলার চূড়ান্ত আবেদনের শুনানি ১৩ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে শুরু হয়। আদালতের বিচারক তার আইনজীবী এইচ এম সরস্বতসহ আদালতে উপস্থিত ছিলেন। আদালত এখন ১৭ই জুলাই ২০১৮ তারিখে একটি নতুন শুনানির তারিখ নির্ধারণ করে। উক্ত শুনানির সময়ে সালমান খান তার দলের আইনজীবী, বোন আলভিরা খান এবং দেহরক্ষী শেরা’র সঙ্গে ছিলেন।
৫২ বছর বয়সী এই অভিনেতা ২0১৮ সালের জানুয়ারি মাসে চূড়ান্ত শুনানির জন্য আদালতে হাজির হন। সেই মামলার প্রেক্ষিতে গত ৫ই এপ্রিল ২০১৮ তারিখে খানকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০০০০ রুপি জরিমানা করা হয়। উল্লেখ্য যে, সালমান খান জোধপুর কোর্টের জামিন মঞ্জুরের আগেই দুই রাত কারাগারে ছিলেন, পরে তাকে জামিন দেওয়া হয়। জামিনের পূর্ব শর্ত হিসেবে তাকে ২৫ হাজার রুপি নগদ এবং ৫০ হাজার রুপি জেল বন্ড দিতে হবে। এবং তিনি আদালতের অনুমতি ছাড়া দেশ ছেড়ে যেতে পারবে না। যাইহোক, আদালতে একটি আবেদন জমা দেওয়ার পর, তাকে “রেস ৩” এর শুটিং এর প্রতিশ্রুতি জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়।
আদালতের আদেশ অনুযায়ী সালমান খান ৭মে, ২০১৮ তারিখে, সোমবার জোধপুর আদালতে হাজির হয়েছিলেন। এই আদেশটি হরিণ শিকারের মামলায় তাঁর সাজা স্থগিতের বিষয়ে উল্লেখ ছিল।
বিগ বসের ১১ এরপর সালমান খান টেলিভিশনে ফিরে আসবেন, তার নতুন শো ‘দাস কা দাম’ এর জন্য। এদিকে, সালমান খান “রেস ৩” এর শুটিং করছেন। সেই সিনেমায় সঙ্গে থাকছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, ববি দেওল, সাকিব সলিম ও ডেইজি শাহ। রেমো ডি’সুজা পরিচালিত এবং সালমান খান ফিল্মস আর টিপস প্রযোজিত ‘রেস ৩’ আগামী ঈদে মুক্তি পাবে বলে কথা রয়েছে। তিনি আরও থাকছেন “আলী আব্বাস জাফর” এর “ভারত” ছবিতে , যা আগামী বছরের ঈদে মুক্তি পাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
বলিউডে চার খানের অন্যতম সালমান খান অস্ত্র মামলা থেকে বেআইনিভাবে হরিণ শিকারের মামলা পর্যন্ত নানা আইনি জটিলতায় আছেন।