এবার ইউটিউব সিরিজে প্রিয়াঙ্কা চোপড়া

এবার ইউটিউব সিরিজে প্রিয়াঙ্কা চোপড়া

ডোয়াইন জনসন এবং উইল স্মিথের মতো বড় বড় তারকারা ইউটিউবে যাত্রা শুরুর পর প্রিয়াঙ্কা চোপড়াও এখন সেই প্ল্যাটফর্মের পথে এগিয়ে যাচ্ছেন।

প্রিয়াঙ্কা চোপড়া একটি ‘ইফ আই কুড টেল ইউ যাস্ট ওয়ান থিং’ নামের একটি ট্রাভেল শো হোস্ট করতে যাচ্ছেন। এটি একটি ইউটিউব সিরিজ হবে যেখানে প্রিয়াঙ্কা বিশ্বজুড়ে ভ্রমণ করবেন এবং সাক্ষাৎ করবেন বিশ্বের অনুপ্রেরণাদায়ক অভিনেতা, রাজনীতিবিদ, ধর্মীয় নেতাদের সাথে এবং পরিবেশবিদদের কাছ থেকে পৃথিবীকে কিভাবে আরও সুন্দর এবং পরিছন্ন করা যাবে সেসব বিষয়ে পরামর্শ নেবেন। দি হলিউড রিপোর্টার জানিয়েছে, শীঘ্রই এর শুটিং শুরু হবে। এবার প্রিয়াঙ্কা চোপড়ার সমর্থকরা তাদের প্রিয় অভিনেত্রীকে উপস্থাপিকার ভূমিকায় দেখতে পাবেন।

গত ২৬ এপ্রিল প্রিয়াঙ্কা চোপড়া ‘কোয়ান্টিকো’ সিজন থ্রি এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে এসছেন। এর আগে ২৪শে এপ্রিল ভারতে সিজন থ্রি’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। অ্যালেক্স প্যারিশের মতো তার ভূমিকার প্রশংসা করে ছোট ছোট পর্বের ১৩টি পর্ব রয়েছে কোয়ান্টিকো থ্রিতে। প্রিয়াঙ্কা চোপড়া আছেন অ্যালেক্স প্যারিশ এর ভূমিকায়, জ্যাক ম্যাকলাফ্লিন রয়েছেন রাইয়ান বুথের ভূমিকায়, জোহানা ব্র্যাডি আছেন শেলবি ওয়াইয়াট ভূমিকায়, রাসেল টাওয়েই আছেন হ্যারি ডোলের ভূমিকায়, অ্যালেন পাওয়েল রয়েছেন মাইক ম্যাককুইগের ভূমিকায়, সঙ্গে আরো আছেন মার্লি ম্যাটলিন এবং ব্লেয়ার আন্ডারউড।

কোয়ান্টিকো সিজন থ্রি’র পোস্টার

তাছাড়া প্রিয়াঙ্কা চোপড়া দুটি হলিউড ছবিতে অভিনয়ে করবেন, ‘এ কিড লাইক জেইক’– যা এই বছরে মুক্তি পেতে যাচ্ছে। সঙ্গে থাকছেন ক্লেয়ার ড্যাঞ্জ, জিম পারসন এবং অক্টাভিয়া স্পেন্সার। তিনি রোমান্টিক কমেডিতে অভিনয়ের জন্যও নিজেকে প্রস্তুত করছেন। সামনে রয়েছে ‘ইজন্ট ইট রোমান্টিক’ সিনেমার কাজ। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করবেন লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন এবং রেবেল উইলসন।

অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া সালমান খানের সঙ্গে ‘ভারত’ নামের একটি সিনেমায় কাজের মধ্য দিয়ে আবারো হিন্দি ছবিতে ফিরে আসবেন। ‘আলী আব্বাস জাফর’ পরিচালিত সিনেমাটির প্রযোজনায় রয়েছে অটল অগ্নিহোত্রীর ‘রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ এবং ভূষণ কুমারের ‘টি-সিরিজ’। এটি ২০১৯ সালের ঈদের সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে।