যৌন কেলেঙ্কারিতে স্থগিত নোবেল সাহিত্য পুরষ্কার

যৌন কেলেঙ্কারিতে স্থগিত নোবেল সাহিত্য পুরষ্কার

সাহিত্যে নোবেল পুরষ্কার প্রদানকারী প্রতিষ্ঠান সুইডিশ অ্যাকাডেমি নজিরবিহীন সংকটে পড়েছে যে এ বছর সাহিত্যে নোবেল দেয়া থেকে বিরত থাকার ঘোষণা দিতে বাধ্য হয়েছে। যৌন কেলেঙ্করি ও অর্থসংক্রান্ত অনিয়মের কারণে ২০১৮ সালেরটা বাদ দিয়ে ২০১৯ সাল থেকে যথারীতি নোবেল সাহিত্য পুরষ্কার দেয়া হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার সুইডিশ অ্যাকাডেমি এই স্থগিতের ঘোষণা দেয়। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাকাডেমির সক্রিয় দশজন সদস্য এক সভায় এই সিদ্ধান্ত নেন।

সুইডেনের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের একটি এই সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব অ্যান্ডারস ওলসন বিবৃতিতে বলেছেন, ‘পরবর্তী পুরষ্কার ঘোষণার আগে আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন তা করবো। নোবেল ফাউন্ডেশন এবং সাধারণ জনগণের আস্থা ফিরিয়ে আনতে অ্যাকাডেমি এর মধ্যে কাজ শুরু করেছে’।

ঘটনার মূলে রয়েছেন সুইডেনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব জ্যাঁ ক্লদ আরনল্ট, যিনি অ্যাকাডেমির পদত্যাগকৃত ছয় সদস্যের একজন ক্যাটারিনা ফ্রসটেনসনের স্বামী। এই আরনল্ট এর আগে সুইডিশ অ্যাকাডেমির বহু অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও হয়রানির বেশ কয়েকটি শক্ত অভিযোগ পাওয়া গেছে।

গত বছরের শেষের দিকে সুইডিশ সংবাদপত্র ডাগেনস নেইহ্যাটার এ আরনল্টের বিরুদ্ধে যৌন নিপীড়নে জড়িত থাকার অভিযোগ প্রকাশ পায়। পরে সুইডিশ অ্যাকাডেমি আরনল্টের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।

এর আগে আরনল্ট-ফ্রসটেনসন দম্পতির দ্বারা পরিচালিত ‘কালচারপ্লেইট ফোরাম’র বিভিন্ন কাজে অর্থ সহায়তা দেওয়ার কারণেরও সমালোচনার মুখে পড়ে সুইডিশ অ্যাকাডেমি।

গত নভেম্বরে হ্যাশট্যাগ ‘মিটু’ আন্দোলনে ১৮ জন নারী একজনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। পরে ওই ব্যক্তি যে অ্যারানাল্ট, তা শনাক্ত করা হয়। ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি এসব যৌন নিপীড়ন চালান।

অ্যাকাডেমির মোট ষোল জন সদস্যের মধ্য হতে প্রতিষ্ঠানটির প্রধান সারা দানিউসসহ ছয় জন সম্প্রতি পদত্যাগ করেছেন। গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট নিয়ে অ্যাকাডেমির প্রধান নির্বাচন করা হয় এবং একবার নির্বাচিত ব্যক্তি রাজার অনুমতিক্রমে সারা জীবনের জন্য ২৩০ বছরের পুরনো এই প্রতিষ্ঠানটির প্রধানের দায়িত্ব পালন করে থাকেন।

এর আগে শুধুমাত্র ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পুরষ্কারটি স্থগিত হয়। প্রায় সাত দশকের ধারাবাহিকতা ভেঙে এবার যৌন কেলেঙ্কারির ঘটনায় নোবেল সাহিত্য পুরষ্কার স্থগিতের ঘটনাটিকে সকল স্তরের বোদ্ধামহল অত্যন্ত হতাশাজনক হিসেবে দেখছেন।