ম্যানসিটিতে তোরে অধ্যায়ের অবসান

ম্যানসিটিতে তোরে অধ্যায়ের অবসান

দিদিয়ের দ্রগবা, স্যামুয়েল ইতোর মতো তারকাদের হটিয়ে একবার দুইবার নয়, টানা চারবার জিতেছেন আফ্রিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার! তাকে ছাড়া একটা সময় ভাবা যেত না ম্যানসিটির একাদশ! বয়সটা পঁয়ত্রিশের কোঠায়, লোকের ভাষায় বুড়ো। এই বুড়ো হাঁড়েই দেখিয়ে গেছেন প্রতিনিয়ত ভেল্কি। গ্নেগনিরি ইয়া ইয়া তোরে; কুচকুচে কালো, মাথায় নেই চুল, ছয় ফুট এক ইঞ্চির দীর্ঘকায় দেহে নিখাদ আফ্রিকানের প্রতিচ্ছবি। প্রচলিত আছে আফ্রিকানরা কেবল গায়ে-গতরেই বলিষ্ঠ হয়। কিন্তু শক্তির সাথে সামর্থ্যের অপরূপ মিশেল ঘটিয়েছেন তোরে। জাতীয় দলে যেমন অপরিহার্য তেমনি ক্লাবেও। পুরো দলকে বাঁধেন এক সুতোয়। ২০১১-১২ মৌসুমে নগর প্রতিদ্বন্দী ম্যানইউর দম্ভচূর্ণ করে ৪৪ বছর পর সিটির লিগ শিরোপা জয়ের অন্যতম কান্ডারি ছিলেন তিনি। সে সিজনেই এফএ কাপের ফাইনালে স্টোক সিটির বিপক্ষে ম্যাচ উইনিং গোল দিয়ে ঘুচান সিটিজেনদের ৩৫ বছরের শিরোপা খরা! এক মৌসুম বাদে ২০১৩-১৪ তে লিগ পুণরুদ্ধারে মিডফিল্ডার হয়েও করেন ২০ গোল!

একজন মিডফিল্ডার কখনোই বোঝাতে পারে না গোলের পরিসংখ্যান, তোরের বেলায়ও তাই। বেভেরানে থাকতেই ট্রায়াল দেন আর্সেনালে। কোচ ওয়েঙ্গারের মনে ধরেছিল বছর কুড়ির তোরের খেলা, নানান ঝামেলায় তাকে নেওয়া হয়নি দলে। ২০০৫ সালে পাড়ি জমান গ্রীসের নামকরা ক্লাব অলিম্পিয়াকোসে। মাঝে দু’বছর খেলেছেন ইউক্রেনিয়ান ক্লাব দনেৎস্ক আর ফ্রেঞ্চ ক্লাব মোনাকোয় ২০০৭ সালে চুকে যায় গ্রীকপাঠ, তোরে নতুন তাঁবু গাঁড়েন বার্সেলোনায়। জাভি, ইনিয়েস্তা, মেসিদের সাথে কাঁধ মিলিয়ে কাতালান জার্সিতে খেলেছেন ৭৪ ম্যাচ। ২০১০ সালে পাঁচ বছরের চুক্তিতে ২৪ মিলিয়ন ইউরোয় নতুন নীড়ের সন্ধান মেলে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে।

স্পেনের ফুটবলের চাইতে আরো গতিশীল ইংলিশ ফুটবলে চমৎকারভাবে তোরে মানিয়ে নেন নিজেকে। বক্স টু বক্স মিডফিল্ড, কখনো আক্রমণাত্নক, কখনো বা রক্ষণাত্নক ঢংয়ে খেলা এই তারকা ক্যারিয়ারের শুরুতে ছিলেন আপাদমস্তক ডিফেন্ডার। অসাধারণ পাসিং অ্যাবিলিটি, বল নিয়ন্ত্রণের দারুণ ভূমিকা এবং সেই সঙ্গে তোরের শারীরিক ফিটনেসও দারুণ। সিটির সাথে ২০১৫ তে চুক্তি নবায়ন করেন। শেষ হবে চলতি মৌসুম শেষে, একেবারেই! সিটির জার্সিতে ২২৯ ম্যাচে ৬২ গোল করা আইভরি কোস্টের অধিনায়ক তোরের এবারের প্রিমিয়ার লিগ জয়ে তেমন অবদান নেই। অবিশ্বাস্য হলেও ৯ ম্যাচের সবকটিতে নেমেছেন সাব হিসেবে, যেখানে আগের সাত মৌসুমে সবমিলিয়ে সংখ্যাটা মোটে দশ! ‘সিজন শেষেই তোরে সিটি ছাড়ছে। চুক্তি আর নবায়ন হচ্ছে না’ আকাশী-নীলদের বস গার্দিওলার এমন ঘোষণায় তাই অবাক হবার কিছু নেই। পূর্বাভাস তো আগেই পরিষ্কার ছিল, আনুষ্ঠানিকতাই যা সম্পন্ন হল পেপ এর কথায়।