আজকের ম্যাচই আমাদের কাছে ফাইনাল : জিদান

আজকের ম্যাচই আমাদের কাছে ফাইনাল : জিদান

‘আজকের ম্যাচ আমাদের কাছে ফাইনাল’, বলছেন জিদান। ইয়ুপ হেইঙ্কেস চাচ্ছেন আগের ম্যাচের হতাশা ভুলতে। স্পষ্ট বিদ্যমান বার্তায় দুই বস জানান দিলেন, কোন ছাড় হবে না। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সুখের দেড় ঘন্টা কাটিয়ে বার্ণাব্যুবাসী আজরাতে ডাকছে জার্মান দৈত্যদের। এসো আমার শহরে, না বলা গল্পের অহেতুক ভিড়ে…

রিয়ালের বিরুদ্ধে শেষ ৬ দেখায় জয়হীন বাভারিয়ানরা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ সেমিতেই আছে সুখস্মৃতি। ২০১২ সালের সেমিফাইনালে ৩-৩ গোলে ড্র ম্যাচে রিয়ালকে ট্রাইবেকে হারিয়ে ফাইনালে যায় হেইঙ্কেস বাহিনী। পরে অল জার্মান ফাইনালে ডর্টমুন্ডকে হারিয়ে শেষবারের মত ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব বগলদাবা করে বায়ার্ন। সে দলের রিবেরি-রবেনরা বুড়ো হয়ে গেছে। তেকাঠির নিচে আজও থাকছেন না নয়্যার। তবে কি, ওদের হালকাভাবে দেখছে লস ব্ল্যাংকোরা? মোটেই না। ঝানু জিদান সতর্ক করেছেন শিষ্যদের! ওরা প্রথম লেগে দারুণ খেলেছে। সুযোগ পেলেই চেপে ধরবে। হালকা করে দেখার কোন সুযোগ নেই।

পা ফেলা যাক দুই শিবিরের রণকৌশলের ছকবোর্ডে। ৪-৪-২ ফর্মেশনে সাদা জামায় নামতে পারেন এরা : নাভাস, ভাস্কুয়েজ, রামোস, ভারানে মার্শমেলো, ক্রুস, মদ্রিচ, ক্যাসেমিরো, অ্যাসেন্সিও, রোনালদো, বেন্জেমা।

৪-২-৩-১’ এ হেইঙ্কেসের তুরুপ হতে পারে ওরা এগারো জন : উলরিচ, হামেলস, কিমিখ, জাবি মার্টিনেজ, আলাবা, তোলিসো, থিয়াগো, হামেস, মুলার, রিবেরি, লেওয়ান্ডস্কি।

প্রথম লেগে ইঞ্জুরিতে পড়ায় রিয়াল পাচ্ছেন রক্ষণের অতন্দ্র প্রহরী দানি কার্ভাহালকে। তার বদলে শুরু করতে পারেন লুকাস ভাস্কুয়েজ। প্রথম লেগে শেষের দিকে রাইটব্যাক হিসেবে ইনফর্ম রিবেরিকে দারুণ মার্ক করেছেন তিনি। ইঞ্জুরির দরুন থাকছেন না ইস্কোও। তবে ইঞ্জুরি কাটিয়ে ফিরছেন আরেক বিশ্বস্ত রক্ষক নাচো ফার্নান্দেজ। বায়ার্ন শিবিরে ইঞ্জুরি যেন বৈশাখী ঝড়! নয়্যার থেকে বোয়াটেং, ভিদাল-কোম্যান- রোবেনদের পাচ্ছেন না মহারণে। রিয়াল তাই অ্যাওয়ে গোলের সঙ্গে এদিক দিয়েও এগিয়ে আছে খানিকটা।

তবু এ মঞ্চ ইউসিএলের। এ মঞ্চ অনিশ্চয়তার। রূপকথার মূহুর্ত তৈরি হতে সময় নেয় না। কে জানে গত ম্যাচের অফফর্ম রোনালদো আজরাতে চেনা ঢংয়ে সব তছনছ করে দেয় কি না! বায়ার্নের জালের সঙ্গে রোনালদোর তো পুরনো সখ্যতা। শেষ চার দেখায় সাত আর সবমিলিয়ে ওদের বিরুদ্ধে ৯ গোল। কিংবা বছর ছয়েক আগে ডর্টমুন্ডের লেওয়ান্ডস্কির সেমিতেই রিয়ালের জালে ঠোকা চার গোল আবার বায়ার্নের রক্তলাল জার্সিতে প্রতিফলিত হয়ে যায়! বলা যায় না এখানে কিছুই! কেবল উত্তেজনায় থাকতে হয়। দমবন্ধ আবহে, এ বুঝি উল্টে গেল পাশার দান!

প্রথম লেগে মার্সেলো, অ্যাসেন্সিওর গোলে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। বায়ার্নের পক্ষে গোল দিয়েছেন রাইটব্যাক জশুয়া কিমিখ।

কিক অফ : রাত ১২ টা ৪৫

ভেন্যু : স্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু

সরাসরি সম্প্রচার : সনি টেন টু, সনি টেন টু এইচডি এবং সনি লাইভ অ্যাপ।