আসিফা ধর্ষণ-হত্যার সমর্থক বিজেপির মন্ত্রীসভায়

আসিফা ধর্ষণ-হত্যার সমর্থক বিজেপির মন্ত্রীসভায়

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মন্ত্রীসভায় সম্প্রতি ৮ বছরের শিশু অাসিফা ধর্ষণ-হত্যাকারীর সমর্থনে মিছিলকারী ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) এমএলএ’কে স্থান দেওয়া হয়েছে। সোমবার এ যাত্রায় মন্ত্রীসভার রদবদলে পিডিবি-বিজেপি রাজ্য সরকারের ডেপুটি মুখ্যমন্ত্রী নির্মল সিংহয়ের পদে স্থলাভিষিক্ত হয়েছেন বিজেপির এমএলএ কভিন্দর গুপ্তা। জম্মু এন্ড কাশ্মির পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি মেহবুবা মুফতি সেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

এমএলএ রাজিব জাশ্রুতিয়া সম্প্রতি ভারতসহ সারা দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হওয়া শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ধর্ষকের পক্ষে মিছিল করে আলোচিত হন। একটি ভিডিওতে নব্য মন্ত্রী হওয়া ওই বিজেপি নেতাকে ওই মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়।

নতুন ডেপুটি মুখ্যমন্ত্রী কভিন্দর গুপ্তা নতুন এমএলএ, এর আগে তিনি ২০০৫ হতে ২০১০ পর্যন্ত তিনবার জম্মুর মেয়র নির্বাচিত হন।

এর আগে উপরোক্ত হত্যা ও ধর্ষণ নিয়ে বিজেপি নেতা লাল সিংহ ও চন্দ্রা প্রকাশ গঙ্গার বিতর্কিত অবস্থানকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী দলটি নির্মল সিংহ বাদে জম্মু ও কাশ্মিরের সব বিজেপিদলীয় মন্ত্রীকে পদত্যাগ করতে বলে। বর্বরোচিত ধর্ষণ ও হত্যার ঘটনার পক্ষে মিছিলে অংশ নিয়েছিল বিজেপির ওই দুই নেতা। অথচ মিছিলে অংশ অপর একজনকে নতুন মন্ত্রীসভায় জায়গা দিয়ে দলটি তাদের দ্বিমুখিতার পরিচয়ই দিয়েছে।

দলবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় নির্মল সিংহ শুধুমাত্র মুখ্যমন্ত্রী মুফতি মেহবুবা’র প্রস্তাবিত পুলিশি তদন্তের পক্ষে অবস্থান নেন। পক্ষান্তরে মন্ত্রীসভার বিজেপি দলীয় অন্য সদস্যরা (মন্ত্রীসভার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান) সিবিআই এর তদন্তের পক্ষে মত দেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস এর মতে, জম্মুর আরএসএস ও স্থানীয় বিজেপি নেতাদের পরামর্শে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। নানান ইস্যুতে জম্মুতে সেখানকার স্থানীয় পিডিপির কাছে কার্যন্ত হার মানছিল বিজেপি। জম্মু অংশে বিজেপি ও পিডিবির মধ্যে প্রভাব বৃদ্ধির লড়াই চললেও কাশ্মির অংশে পিডিবিই শক্তিশালী দল। অভিযোগ রয়েছে বিজেপি দলীয় মন্ত্রীরা সেখানে আশানুরুপ কাজ করতে পারছে না।