কোরীয় উপদ্বীপের শান্তির ছোঁয়ায় আরও এক ধাপ এগোলেন কিম জং উন। তিনি পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছেন এবং বিশ্বস্ততা পরীক্ষার জন্য সিউল ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাবেন। তিনি মুনকে এও বলেন, ‘যেহেতু কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলো তাই উপদ্বীপে পারমানবিক অস্ত্র রাখার কোন প্রয়োজন মনে করি না’।
আগামী মে মাসেই উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ুন ইয়াং-চ্যান বলেন, ‘উত্তর কোরিয়ার নেতা বলেছেন, পরমাণু পরীক্ষার কেন্দ্র বন্ধের প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করতে তিনি শীঘ্রই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের তার দেশে আমন্ত্রণ জানাবেন’।
এ ঘোষণার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার পুংগেরি পরীক্ষা কেন্দ্র বন্ধ হতে যাচ্ছে। এই পরীক্ষা কেন্দ্র থেকে ২০০৬ সাল থেকে বর্তমান পর্যন্ত ছয়টি পারমানবিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হয়। সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালায়।
এদিকে ‘কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত’ করা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কিমের। যা আগামী তিন-চার সপ্তাহের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।