সালাহ’তে স্বপ্ন দেখছে লিভারপুল

সালাহ’তে স্বপ্ন দেখছে লিভারপুল

স্বপ্নের মত সময় কাটানো সালাহর পায়ে রচিত হলো রোমানদের স্বপ্নের সমাধি। জীবনের সেরা সময় পার করা এই মিসরীয় জাদুতে প্রথম লেগেই ছিটকে পড়লো রোমা।

মাত্রই পিএফএর বর্ষসেরার খেতাব জেতা সালাহ এবং রোমার জেকোর মধ্যে লড়াইয়ের আশায় অ্যানফিল্ডে চোখ রেখেছিলো ফুটবলপ্রেমীরা। কিন্তু এই মুহুর্তে সালাহর সামনে জেকো কতটা ম্রিয়মান সেটিরই যেন চমৎকার এক প্রদর্শনী দেখা গেল। চ্যাম্পিয়ন্স লিগের সেমির মতো মঞ্চে দুটি গোল করার পাশাপাশি করিয়েছেন আরো দুটি গোল। নিকট অতীতে রোনালদো-মেসি ছাড়া কোনো খেলোয়াড়কে এককভাবে এতটা প্রভাব বিস্তার করতে দেখা যায়নি কোনো ম্যাচে। অথচ, রেডসদের জার্সি গায়ে এটিই তার প্রথম মৌসুম।

সালাহর প্রভাব কতটা সেটি বোঝা যায় যখন সালাহকে তুলে নেয়ার পর লিভারপুল দুটি গোল হজম করে বসে। তারপরও বহুবছর পর ফাইনাল এক প্রকার নিশ্চিতই বলা যায়। বার্সাকে হারিয়ে রুপকথার জন্ম দেয়া রোমার জন্য ৫-২ ব্যবধানের পরাজয়ের পর আরো একটি প্রত্যবর্তনের গল্প লেখা কঠিনই। বিশেষ করে সালাহ এই মুহুর্তে যে ফর্মে রয়েছেন তাতে।

চলতি মৌসুমে ইউরোপে তারচেয়ে বেশি গোল কেউ করেননি। হুমকির মুখে রেখেছেন রেডসদের জার্সি গায়ে এক মৌসুমে সর্বোচ্চ গোল করা ইয়ান রাশের রেকর্ডটিকেও। এমন সালাহর বন্দনায় ফুটবল বিশ্ব মাতবে এটাই তো স্বাভাবিক।

সাবেক রেডস কিংবদন্তি স্টিভেন জেরার্ড বলেছেন ‘সালাহই এই মুহুর্তে বিশ্বের সেরা খেলোয়াড়, এবং এতে কোনো সন্দেহ নেই’। ফুটবল বিশেষজ্ঞ ক্রিস সাটন সালাহকে ঘোষণা করেছেন আসন্ন ব্যালন ডি’অর এর অন্যতম সম্ভাব্য বিজয়ী হিসাবে। ব্যালন জিতবেন কি না, সেটি পরের বিষয়; কিন্তু সালাহ ম্যাজিকে অ্যানফিল্ড যে বহুদিন পর মনে রাখার মত একটি রাত পেল সেটিতে কোনো সন্দেহ নাই। নিঃস্বার্থ সালাহ দ্বিতীয়ার্ধে নিজের হ্যাট্রিক এর প্রচেষ্টার বদলে ফিরমিনহো এবং মানেকে দিয়ে দুই গোল করিয়ে মন জয় করে নিয়েছেন সবারই।

এক নজরে রোমার বিপক্ষে সালাহ

খেলেছেন ৭৫ মিনিট। শ্যুট নিয়েছেন ৪টি, যার সবগুলোই ছিলো অন টার্গেট এবং সেখান থেকে গোল এসেছে দুটি। ২৬টি পাসের ২০টিই খুঁজে পেয়েছে সঠিক গন্তব্য, যার মধ্যে ছিলো ৫টি কি পাস। আর এখান থেকেও গোল এসেছে দুটি, একটি ফিরমিনহোর এবং অপরটি মানের। তিনবার ড্রিবলিং এর প্রচেষ্টায় তিনবারই সফল হয়েছেন তিনি।

২০০৪-০৫ মৌসুমের পর আরো একবার শিরোপার স্বপ্নে বিভোর রেডসরা। যে ফর্মে সালাহ রয়েছেন তাতে সে স্বপ্ন বাস্তবে রুপ না নেয়াটাই বরং বিস্ময়কর হবে।