প্রথম মিশরীয় হিসাবে পিএফএর বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন মোহাম্মদ সালাহ। সপ্তম রেডস তারকা হিসাবে এ খেতাব জিতলেন তিনি। তার আগে লিভারপুলের হয়ে ২০১৪ সালে এ পুরষ্কার জিতেছিলেন উরুগুয়ের লুইস সুয়ারেজ।
সালাহ পেছনে ফেলেছেন সিটি তারকা কেভিন ডি ব্রুইনকে। মৌসুমে এখন পর্যন্ত ৪১ গোল করার সালাহ সামনে রয়েছে রেডসদের জার্সি গায়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলস্কোরারের রেকর্ডটি নিজের করে নেয়ার সুযোগ। এখন পর্যন্ত এ রেকর্ডটি লিভারপুল কিংবিদন্তি ইয়ান রাশের। ১৯৮৩-৮৪ মৌসুমে তিনি করেছিলেন ৪৭ গোল।

পিএফএর বর্ষসেরা উদীয়মান তারকা হয়েছেন সিটির জার্মান তারকা লিরয় সানে। তিনি পেছনে ফেলেছেন স্পার্স স্ট্রাইকার হ্যারি কেন এবং সিটি সতির্থ রহিম স্টারলিংকে। ২২ বছর বয়সী এ তারকা মৌসুমে ৯ গোলের সাথে করেছেন ১২ টি অ্যাসিস্ট। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর প্রথম খেলোয়াড় হিসাবে উদীয়মান বর্ষসেরা এবং লিগ জয়ের কৃতিত্ব দেখালেন সানে। রোনালদো এ নজির গড়েছিলেন ২০০৭ সালে।