ড্রাইভার মুসলিম হওয়ায় ট্যাক্সি বাতিল

ড্রাইভার মুসলিম হওয়ায় ট্যাক্সি বাতিল

ভারতের কট্টরপন্থি হিন্দুদের বিতর্কিত আচরণ যেন থামছেই না। ইসলাম বিদ্বেষের চেতনা মস্তিষ্কে নিয়ে ক্রমাগত তারা হারিয়ে ফেলছে বোধশক্তি। কিছুদিন আগেও কাশ্মিরী শিশু আসিফা হত্যা ও ধর্ষণ সমর্থন করার মতো ঘৃণ্য কাজ করেছে তারা। এবার চালক ‘মুসলিম’ বলে ট্যাক্সিক্যাব বুকিং প্রত্যাহার করেছে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন ‘বিশ্ব হিন্দু পরিষদ’র এক নেতা।
তিনি ট্যাক্সি হেইলিং অ্যাপ ‘ওলা ক্যাব’-এ গাড়ি বুকিং দেন। কিন্তু যখন দেখেন চালক মুসলিম, সঙ্গে সঙ্গে সেটি বাতিল করে দেন। সেটি আবার গর্বের সাথে সামাজিক মাধ্যম টুইটারে শেয়ার করেন। টুইটার বার্তাটিতে লেখা ছিল, ‘ওলা ক্যাবে ট্যাক্সি বুকিং বাতিল করেছি কারণ চালক মুসলিম, আমি আমার টাকা জিহাদি মানুষজনকে মোটেও দিতে চাই না’।

অভিষেক মিশ্র নামে ওই ব্যক্তির এরকম আচরণে বিতর্ক তৈরি হয়েছে ভারতে। যার ফলে ট্যাক্সি হেইলিং কোম্পানিটিও বিবৃতি দিয়ে নিন্দা প্রকাশ করেছে। এছাড়াও অনেকে তাকে ‘ওলা ক্যাবে’ নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তবে বিশ্ব হিন্দু পরিষদের ওই নেতা নিজের আচরণের জন্য আদৌ দুঃখিত নন। বরং তিনি পাল্টা বলছেন, ‘তার ওপর আক্রমণ করা হচ্ছে’।

এই বিতর্কের আগে অভিষেক মিশ্রর টুইটারে ফলোয়ার ছিল চৌদ্দ হাজার, গত তিনদিনে তা বেড়ে সাড়ে সতেরো হাজারে চলে এসেছে। তার ফলোয়ারের কাতারে বিজেপির ক্যাবিনেট মন্ত্রীরাও রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারাম, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ প্রধান ও সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মার মতো বাঘা বাঘা নামও তার ফলোয়ার তালিকায় লক্ষ্য করা গেছে।