সেভিয়াকে উড়িয়ে দিয়ে বার্সার কোপা দেল রে শিরোপা জয়

সেভিয়াকে উড়িয়ে দিয়ে বার্সার কোপা দেল রে শিরোপা জয়

★ কোপা দেল রের সর্বোচ্চ শিরোপা জয়ী দল বার্সেলোনা (৩০বার)
★ এ নিয়ে টানা ৫ বার কোপা দেল রে শিরোপা জিতল বার্সেলোনা
★ সুয়ারেজের জোড়া গোলসহ মেসি, ইনিয়েস্তা, কৌতিনহোর গোলে ৫-০ গোলের বড় ব্যবধানে কোপা দেল রের ফাইনালে জিতেছে বার্সেলোনা।

সেভিয়া ০-৫ বার্সেলোনা

সেভিয়া (ফরমেশন ৪-২-৩-১)

সোরিয়া, নাভাস, মারসেদো, লেংলেট, এস্কুদেরো, স্টিফেন, বানেগা, সারাবিয়া, ভাস্কেজ, কোরেয়া এবং মুরিয়েল।

সাব : স্যান্ড্রো, নলিতো, মিগুয়েল।

বার্সেলোনা (ফরমেশন ৪-৪-২)

চিলেসেন, রোবার্তো, পিকে, উমতিতি, আলবা, কৌতিনহো, রাকিটিচ, বুস্কেটস, ইনিয়েস্তা, সুয়ারেজ এবং মেসি।

সাব : পৌলিনহো, ডেম্বেলে, ড্যানিস।

গোলকিপিং : কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে সেভিয়ার গোলকিপিং খুব ভালো হয়েছে তা বলার উপায় নেই। ৫টি গোলের বেশিরভাগ গোলই হয়েছে ডিফেন্সের ভুলে। তবে সেভিয়ার গোলকিপারের ভুলও নেহায়েত কম ছিলো না। ১০টি অন টার্গেট শ্যুটের ২টি ব্লক হয়েছে আর ৫টি গোল। কোনো আসরের ফাইনালে এমন গোলকিপিং হতাশাজনকই বটে।

অন্যদিকে যথারীতি বার্সেলোনার মূল গোলকিপার স্টেগেনকে বিশ্রাম দিয়ে দ্বিতীয় গোলকিপার চিলেসেনকে আজকের ম্যাচে গোলবারের নিচে দাঁড় করায় বার্সার বস ভালভার্দে। ম্যাচে তাকে তেমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে না হলেও বেশ ভালোই সেভ করেছেন তিনি। সেভিয়ার নেয়া ৭টি অন টার্গেট শ্যুটের একটিও গোলে রূপ নিতে দেননি ২৮ বছর বয়সী নেদ্যারল্যান্ডের এই গোলকিপার।

ডিফেন্স : আজকের ম্যাচে ডিফেন্স নিয়ে কথা বলতে গেলেই প্রথমে সেভিয়ার ডিফেন্সের সমালোচনা করতে হয়। কোপা দেল রের ফাইনালে এমন বাজে ডিফেন্স সত্যি হতাশাজনক ছিল। সুয়ারেজের দুটি গোলেই সুয়ারেজ পুরোপুরি আনমার্কড ছিল। সদ্য চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনাল খেলা একটি দলের রক্ষণভাগের এমন বেহাল অবস্থা হতাশাজনক বৈকি।

অন্যদিকে আজকের ম্যাচে এ সিজনের সম্ভাব্য লা লিগা জয়ী বার্সেলোনার রক্ষণভাগ ছিলো বেশ গোছানো এবং পরিপাটি। তাছাড়া বার্সার আক্রমণ সাজানো থেকে শুরু করে গোল কিংবা এ্যাসিস্টেও যথেষ্ট অবদান রেখেছে বার্সেলোনার রক্ষণভাগ। আজকের ম্যাচেও একটি এ্যাসিস্ট এসেছে বার্সা ডিফেন্ডার আলবার পা থেকে।

মাঝ মাঠ : আজকের ম্যাচে মাঝ মাঠে ৪ জন প্লেয়ার খেলিয়েছে বার্সেলোনা, পক্ষান্তরে সেভিয়া  ৪-২-৩-১ ফরমেশন ব্যবহার করে ৫ জন মিডফিল্ডার খেলিয়েছে। তবে যে দলে ইনিয়েস্তার মত অভিজ্ঞতা সম্পন্ন, কৌতিনহোর মত ট্যালেন্টেড ও রাকিটিচ, বুস্কেটসের মত অতন্দ্রপ্রহরী মধ্য মাঠের কারিগর থাকে, তাদের বিরুদ্ধে যে কোনো দলের রক্ষণভাগ যে অসহায় হয়ে পড়ে তা আর বলার অপেক্ষা রাখে না। আজকের ম্যাচে বার্সেলোনা জয় পাওয়ার পেছনে বিশাল বড় অবদান রেখেছে তাদের মিডফিল্ডাররা।

আজকের ম্যাচের ৫টি গোলের ৩টি গোলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অবদান রেখেছে বার্সেলোনার মাঝ মাঠের খেলোয়াড়রা।

অন্যদিকে সেভিয়ার মাঝ মাঠের পূর্ণশক্তি নিয়ে নামলেও বার্সেলোনার বিপক্ষে কোনো ঝলক দেখাতে পারেনি তারা। তাদের ব্যর্থতা আজকের ম্যাচে সেভিয়ার এমন লজ্জাজনক হারের অন্যতম কারণ।

অ্যাটাকিং : আজকের ম্যাচে আবারও বার্সেলোনার আক্রমণভাগ প্রমান করল লা লিগায় বর্তমানে বার্সেলোনার আক্রমনভাগই সেরা। আজকের ম্যাচে ৫টি গোলের ৩টি গোল ও দুটি এ্যাসিস্ট এসেছে মেসি ও সুয়ারেজের পা থেকে।

সিজনের শুরু থেকেই তাদের ওপর ভর করে লা লিগায় এখনও অপরাজিত বার্সেলোনা এবং এ সিজনের প্রথম ট্রফি জয়ের স্বাদও পেল তাদের অসামান্য পারফর্মেন্সের মাধ্যমে।

আজকের ম্যাচে সেভিয়ার সব ক্ষেত্রেই দূর্বলতা বেশ লক্ষনীয় ছিল। আক্রমণভাগেও তার ব্যতিক্রম নয়। যে শ্যুটগুলো নেয়ার সুযোগ পেয়েছিল তার বেশিভাগই ছিলো দূর্বল ও লক্ষ্যভ্রষ্ট। সর্বপরি আজকের ম্যাচে পুরো সেভিয়া দলই বার্সেলোনার দূর্দান্ত পারফর্মের কাছে ম্লান হয়ে গিয়েছে।

ম্যাচে বদলি প্লেয়ারদের অবদান : আজকের ম্যাচে দু’দলই তাদের ৩টি করে বদলি প্লেয়ার মাঠে নামালেও ম্যাচের ফলাফল পরিবর্তনে তারা কোনো প্রভাব ফেলতে পারেনি।

সেট পিসের সুবিধা :  ম্যাচে ৯টি কর্নারের ২টি সেভিয়া পেয়েছিলো বাকি ৭টি বার্সেলোনা। আজকের ম্যাচে বার্সেলোনা দূর্দান্ত পারফর্ম করলেও কর্নার থেকে কোনো সুবিধা নিতে পারেনি বর্তমান কোপা দেল রের চ্যাম্পিয়নরা।

আজকের জয়ের মধ্যদিকে টানা চতুর্থবারের মত কোপা দেল রের চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। তাছাড়া সম্ভবত এটি বার্সেলোনার অধিনায়ক ইনিয়েস্তার শেষ কোপা ডেল রের ম্যাচ ছিল।

ম্যান অফ দ্য ম্যাচ : আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা)