চাকরি ছেড়ে ৫০ প্রকৌশলীর রাজনৈতিক দল গঠন

চাকরি ছেড়ে ৫০ প্রকৌশলীর রাজনৈতিক দল গঠন

ভারতের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনলজির (আইআইটি) ৫০ জন সাবেক ছাত্র তাদের নিজ নিজ চাকরি ছেড়ে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছেন। মূলত নিচুজাত, উপজাতি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষে লড়াই করার জন্যেই রাজনীতির মাঠে নেমেছেন এই প্রকৌশলীরা।

দলটির তারা নাম দিয়েছেন ‘বহুজন আজাদ পার্টি’, এবং তারা তাদের দলে নিবন্ধনের জন্যে নির্বাচন কমিশনেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

২০১৫ সালে ভারতের এই বিখ্যাত প্রকৌশলী ইন্সটিটিউট থেকে টেক্সটাইল প্রযুক্তিতে শিক্ষা সম্পন্ন করা নবীন কুমার জানান, ‘আমরা বিখ্যাত আইআইটির প্রায় ৫০ জন প্রাক্তন ছাত্র নিজেদের ফুলটাইম চাকরি ছেড়ে দিয়ে এই দলের জন্যে কাজ করার অভিপ্রায় নিয়েছি। আমরা নিবন্ধনের জন্যে নির্বাচন কমিশনে আবেদন করেছি, সাথে সাথে মাঠের কাজও শুরু করেছি’।

নবীন কুমার প্রকৌশলীদের এই অভিনব রাজনৈতিক দলকে নেতৃত্ব দিচ্ছেন। যদিও তারা এখনই রাজনীতির খেলায় নামতে চান না। তাই ২০১৯ সালের লোকসভা অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন না। এ বিষয়ে দলপতি নবীন বলেন, ‘আমরা এই রাজনীতির মাঠে কোন তাড়াহুড়া করতে চাই না। যাতে বড় লক্ষ্য নিয়ে শুরু করা এই দল ব্যর্থ হয়ে না পড়ে। আমরা ২০২০ সালের বিহারের নির্বাচন দিয়েই আমাদের ভোটের লড়াই উদ্বোধন করব। এবং তারপরের লোকসভা নির্বাচনেও আমরা অংশ নিব’।

এই দলের বেশিরভাগ সদস্যই নানা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর। এবং তারা মনে করে, ভারতে জাতপাত সংক্রান্ত সমস্যার কারণে তারা শিক্ষা এবং কর্মক্ষেত্রে ন্যায্য প্রাপ্য পাচ্ছেন না।

এই নবঘোষিত দলের আরেক সদস্য সম্পাথ কুমার বানোথ বলেন, বহুজন সম্প্রদায় অন্তর্ভুক্ত সকল জনগোষ্ঠী আসলে দেশের জন্যে সম্পদ বৈ বোঝা না, তা জানান দেওয়ার জন্যেই রাজনীতিতে এসেছি। স্বাধীনতার ৭০ বছর পরেও আমাদের দেশের অনেক হতভাগা এখনো জঙ্গলে থাকে, মৃত প্রাণীর মাংস খেয়ে বাঁচে। সমাজে এদের কোন প্রতিনিধিত্ব নেই। অথচ বাকি ৯০ ভাগের উচিত এদের পাশে দাঁড়ানো, এদের ভরসা দেওয়া এবং এদের প্রতিনিধিত্ব করা’।

আইআইটির ২৩টি ইন্সটিটিউটের অধীন খাড়াগপুর থেকে প্রকৌশলবিদ্যায় ডক্টরেট করা সম্পাথ আরো বলেন,  আমি এখনই বলছি না আমরা এসব করে ফেলতে সক্ষম হব। তবে বলছি, আসুন চেষ্টা করে দেখা যাক। আমরা আসলে ইতিবাচক রাজনীতি করতে চাই’।

ভারতের রাজনীতিতে তাক লাগানো এই দলটি ইতিমধ্যে আম্বেদকার, সুভাস চন্দ্র বসু, এপিজে আব্দুল কালামসহ নানা বিখ্যাত ভারতীয়দের পোস্টার ব্যবহার করে সামাজিক গণমাধ্যমে তাদের দলের প্রচার প্রচারণা শুরু করেছে বলে জানা গেছে।

দলের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে নবীন কুমার টাইমস অফ ইন্ডিয়াকে আরো জানান, ‘নিবন্ধন নিশ্চিত হলেই তারা দলকে বেশ কিছু গ্রুপে বিভক্ত করে মাঠপর্যায়ের কাজে নামিয়ে দিবেন। তবে আমরা নতুন দল করে পুরানো দলগুলোর সাথে কোনরকম অনাকাঙ্খিত শত্রুভাবাপন্ন অবস্থা সৃষ্টি করতে চাই না’।