আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার পরিচয়পত্রের নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫৪ জন। আজ রোববার ভোটাররা যখন কেন্দ্রে পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন, তখন এই ঘটনা ঘটে।
রয়টার্স জানায়, এরই মধ্যে ইসলামিক স্টেট (আইএস) নিজেদের মুখপাত্র ‘আমাক’-এ হামলার দায় শিকার করেছে। আমাক চ্যানেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে হামলার খবর প্রচার করে থাকে আইএস।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, কেন্দ্রটিতে পরিচয় পত্র দেয়ার সময় হেঁটে সেখানে আসা এক ব্যক্তি বোমাটির বিস্ফোরণ ঘটায়। এতে ৩১ জন নিহত হয়েছেন এবং ৫৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং নিকটবর্তী ভবনগুলোর জানালা ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে শিশু ও নারীরাও ছিল। সবাই তাদের পরিচয়পত্র সংগ্রহ করতে সেখানে জমায়েত হয়েছিল।
উল্লেখ্য, অক্টোবরে আফগানিস্তানে জাতীয় সংষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি নিতে পুরো আফগানিস্তানজুড়ে ভোটার পরিচয়পত্রের নিবন্ধন কেন্দ্র বসানো হয়েছে।