আর্সেনের বিদায়ের ঘোষণায় কে কী বললেন

আর্সেনের বিদায়ের ঘোষণায় কে কী বললেন

আচমকাই এক ঘোষণা, তাতে নিরুত্তাপ, সাধারণ এক বিকেল কেমন যেন স্তব্ধ হয়ে গেলো। ২২ বছরের রাজত্ব শেষে আর্সেনাল ছাড়ছেন প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম, আর্সেনালের ইতিহাসের সেরা কোচ আর্সেন ওয়েনগার। ঘটনাটি প্রকাশ পাওয়ার সাথে সাথে বিভিন্ন তারকা, কোচরা ব্যক্ত করেছেন নিজেদের অনুভুতি।

 

থিয়েরি অঁরি (আর্সেনাল কিংবদন্তি)—

“এটা আমার জন্য একটা মিশ্র অনুভুতি, কারণ তাকে চলে যেতে দেখাটা আমার জন্য দুংখের একটি দিন। যদিও আমরা জানি, এখনো তার হাতে কিছু ম্যাচ রয়েছে।

আমি খুশি যে সমর্থকরা তাদে সঠিকভাবে বিদায় জানাতে পারবে, যে সম্মানটা তার প্রাপ্য। তার লিগ্যাসি অস্পর্শনীয়। অন্যান্য দলের  ম্যানেজার, ভক্তরা– (তারা বলে) কিভাবে আর্সেন আর্সেনালকে বদলে দিয়েছেন। আমি এক দিক দিয়ে খুশি যে আমরা এখন তার লিগ্যাসি নিয়ে কথা বলতে পারব।

কিন্তু আমাদের পুরো সময়টা তার বিদায়ের পিছনে ব্যয় করলে চলবে না। দলকে অবশ্যই ইউরোপা জিততে হবে, এটা আর্সেনের জন্য দারুণ একটা বিষয় হবে কারণ আর্সেন কখনো ইউরোপে কিছু জিতে নি। সুতরাং এটি চমৎকার একটি রাস্তা হবে আর্সেনকে বিদায় বলার।

আমার মনে আছে আমি যখন আর্সেনালে খেলতাম, মানুষ আমরা কিভাবে খেলি সেটি নিয়ে আলোচনা করতো, আমরা কি জিতেছি সেটা নিয়ে না। আমরা সেটা কিভাবে করেছি এবং কিভাবে আর্সেন আর্সেনাল ক্লাবটিকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন।”

 

গ্যারি নেভিল (ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি)—

“ইংলিশ লিগে আমার মুখোমুখি হওয়া সেরা দলটি ছিলো আর্সেনাল, যেটি আর্সেন গড়ে তুলেছিল। ‘৯৮ এর দলটি ছিল অসাধারণ। সবচেয়ে বড় কমপ্লিমেন্ট হল, ফুটবল নিয়ে সে যেভাবে খেলত সেটি আমাদের বাধ্য করেছিল নিজেদের ধরণ বদলাতে। সে এই মুহুর্তে অসাধারণ একটি সংবর্ধনা পেতেই পারে।”

 

স্যার অ্যালেক্স ফার্গুসন (ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি)—

আমি আর্সেন ওয়েঙ্গারের জন্য সত্যিই খুব খুশি। আমার তার এবং আর্সেনালের হয়ে সে যে অসাধারণ কাজ করেছে সেটির প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। তার জীবনের ২২ টি বছর সে তার প্রতিভা, প্রপেশনালিজম, ডিটারমিনেশন এবং ডেডিকেশনের চমৎকার একটি পরীক্ষা দিয়েছে।

এমন একটি সময়, যখন একজন কোচ এক অথবা দুই মৌসুমের বেশি টেকে না, এটা দেখিয়ে দেয় তার অর্জনটা কতবড়, দীর্ঘ একটি সময় ধরে আর্সেনালের মতন একটি ক্লাবকে সামলেছে সে।

আমি সন্তোষ্ট যে, সে এমন সময় ঘোষনাটি দলো যখন সবার হাতে যথেষ্ট সময় রয়েছে তাকে তার প্রাপ্য সম্মানটা দেয়ার।

সে কোনো সন্দেহ ছাড়াই প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা কোচ। এবং আমি গর্বিত তার মতো অসাধারন একজন ব্যাক্তির একজন রাইভাল , একজন কলিগ, একজন বন্ধু হতে পেরে।

 

পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি ম্যানেজার)—

“আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে সে যা করেছে তার প্রতি। আমি আশা করি সে ফুটবলের সাথেই জড়িয়ে থাকবে। হতে পারে সেটি আর্সেনাল, ইউয়েফা, ফিফা অথবা অন্যকোথাও। আমি আসলে জানি না। এটা দারুণ আনন্দের ছিল, তার সাথে প্রতিদ্বন্দিতা করা; এখানে সিটির হয়ে, এবং বার্সা ও বায়ার্নের হয়েও।

এটা যে কারো জন্যই কঠিন হবে হবে আর্সেন যেটি করেছে তার পূণরাবৃত্তি করা। স্যার ফার্গুসন যেটি ইউনাইটেডের হয়ে করেছিলেন। কিন্তু এটা খুবই কঠিন। এমন আরেকজন খুঁজে পাওয়া খুবই কঠিন হবে, যে একটি ক্লাবে দীর্ঘ সময় কাটাতে পারবে এবং পুণরাবৃত্তি করতে পারবে যেটি আর্সেন করেছে।”

 

জ্যাক উইলশেয়ার (আর্সেনাল মিডফিল্ডার)—

“আমার জন্য সে এমন একজন ব্যক্তি যে আমাকে মাত্র ১৬ বছর বয়সেই সুযোগ দিয়েছিলেন, এবং আমার ওপর অবিশ্বাস্য আস্থা রেখেছিলেন। সব সময়ই একজন ভদ্রলোক, একজন পিতার মতো যিনি আমাকে সাহায্য করেছেন কঠিন সময়টা পার করতে। যখন কেউই আমার ওপর বিশ্বাস রাখতে পারছিল না, তিনি রেখেছিলেন। সবকিছুর জন্য ধন্যবাদ বস! এটা এখন আমাদের দায়িত্ব সঠিকভাবে আপনার যুগের শুভ সমাপ্তি করার।”

 

নোয়ানকো কানু (আর্সেনাল কিংবদন্তি)—

“যে কারোর জন্য কঠিন হবে জায়গাটা পূরণ করা। আর্সেনালে আর্সেনের অধীনে খেলাটা আমার জীবনের সেরা সময়। ২টি পিএল, ২টি এফএ কাপ, দ্য ইনভিন্সিবল, অসাধারণ কিছু খেলোয়াড়ের সাথে খেলতে পারা, আফ্রিকার মিলিয়ন মিলিয়ন সমর্থককে অণুপ্রাণিত করা এই এই অসাধারণ ক্লাবটিতে খেলতে পারাটা আমার জন্য ভাল একটা ব্যাপার।”

 

হেক্টর বেলেরিন (আর্সেনাল ডিফেন্ডার)

“ব্যক্তিগতভাবে খুব কষ্টের একটি দিন। আমি সারা জীবন মানুষটার কাছে ঝণী থাকব। তিনি সেই ব্যক্তি যিনি আমার ওপর বিশ্বাস রেখেছিলেন, এবং আমাকে একটি প্লাটফর্ম দিয়েছিলেন উন্নতি করার জন্য। সমস্ত স্মৃতি এবং শিরোপার জন্য ধন্যবাদ বস।”

 

আন্তেনিও কন্তে (চেলসি ম্যানেজার)—

“আমি মনে করি আর্সেন সেই সকল ম্যানেজারদের একজন যাদের ফুটবলের ওপর দারুণ প্রভাব আছে। কারণ, তার চিন্তায় সে প্রত্যেক মুহুর্তে দারুণ ফুটবল খেলতে চাইত, সে চেষ্টা করত সুন্দর ফুটবল খেলার, ক্রিয়েটিভ এবং অফেন্সিভ ফুটবল। এমন অবদানের জন্য দারুণ সম্মান প্রাপ্য তার।”

 

শিন ডাইস (বার্নলি ম্যানেজার)—

“সে ফুটবল নামক খেলাটির একজন কিংবদন্তি– সে যা করেছে তা মানুষ মনে রাখবে। আমার মত একজন তরুণ ম্যানেজারের জন্য এমন শব্দ খুজে পাওয়া খুব কঠিন যেটি সঠিক ভাবে তাকে ব্যাখ্যা করতে পারে।”

 

হোসে মোরিনহো (ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার)—

“সে যা দিয়েছে আর্সেনালকে; সেই সময়টায়, যখন তারা প্রিমিয়ার লিগ জিততে পারেনি, এক মাঠ থেকে আরেক মাঠে শিফট করেছে, আমরা জানি সে কি করেছে। যদি এ সিদ্ধান্তে সে খুশি হয়, তাহলে আমিও খুশি। আমি সত্যিই খুশি এবং আমি আশা করি সে ফুটবল ছেড়ে দিবে না।”

 

রিচার্ড স্ক্যান্ডমোর (পিএল এক্সেকিউটিভ চেয়ারম্যান)—

“তার অধীনের প্রতিটা আর্সেনাল দলের খেলা ছিল উপভোগ্য, বিশেষ করে ‘দ্য ইনভিন্সিবল’, যা বিবেচিত হবে ইংলিশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে।”