ভারত থেকে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ কিনবে বাংলাদেশ

ভারত থেকে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ কিনবে বাংলাদেশ

বাংলাদেশ ভারতের রাজস্থান ও গুজরাট থেকে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে বলে জানা গেছে। ভারতীয় হিন্দুস্তান টাইমস মিডিয়া গ্রপের বাণিজ্য বিষয়ক পত্রিকা দৈনিক ‘দি লাইভমিন্ট’ এ তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি নয়া দিল্লিতে ‘১৬ তম আন্তর্জাতিক জ্বালানি ফোরাম’ এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী একথা জানিয়েছেন বলে উল্লেখ করে পত্রিকাটি। বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সীমান্তের বাইরে থেকে বিদ্যুৎ আনা হচ্ছে; যা প্রকৃত অর্থেই ব্যয়বহুল।

অনুষ্ঠানে তৌফিক-ই-এলাহী এও বলেন যে, ভারত-ভিত্তিক অবকাঠামো সংস্থা জিএমআর গ্রুপ নেপালের বিদ্যুৎ সরবরাহের জন্য সম্মত হয়েছে। যদিও কোন আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি, তবে এই চুক্তি ভারতের জ্বালানি কূটনীতির অংশ হিসাবে দেখছেন অনেকে, যখন চীন প্রতিবেশী দেশগুলির জ্বালানি চাহিদার দিকে নজর দিচ্ছে। সম্প্রতি তারা (চীন) নেপালে ক্ষমতাসীন সরকারের প্রশাসনিক সদর দপ্তর সায়দাবাদুরে সৌরশক্তি সরাবরাহ করছে বলে জানিয়েছে চীনের সংবাদ পোর্টাল ‘শিনহুয়েট’। এই ধারাবাহিকতায় চীন এই বছরের শুরুতে নেপালের হাজার হাজার সোলার সিস্টেমের অনুদান দেয়।

ভারতও মনে করছে প্রতিবেশী দেশ শ্রীলংকা, মিয়ানমার, নেপাল ও বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য কার্যকর বাজার রয়েছে, যেখানে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম খুব বেশি। পক্ষান্তরে গত মে মাসে ভারতে সৌর বিদুত্যের দাম প্রতি ইউনিটে ২.৪৪ ডলারেরও কম দেখা গেছে।

রাজস্থান এবং গুজরাট ভারতের সবচেয়ে উন্নত সৌররাজ্য। আগামী এপ্রিলের মধ্যে রাজস্থানের উৎপাদন দাড়াবে ৩ হাজার ৭৮০ মেগাওয়াট। ‘রাজস্থান রিনিউএবল এনার্জি কর্পোরেশন’ এর ব্যবস্থাপনা পরিচালক বি কে দোশী জিল্লুর সংবাদ সংস্থা পিটিআইকে জানায়, ‘বিভিন্ন প্রকল্পে পুরোদমে কাজ চলছে। যোধপুরের কাছাকাছি ‘ভাদলা সোলার পার্ক’-এর দ্বিতীয় ধাপে ৬৮০ মেগাওয়াট উৎপাদন অনুমোদিত হয়েছে। সেই সাথে তৃতীয় ধাপে ১০০ মেগাওয়াট উৎপাদনের কাজ চলছে’।

অন্যদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ‘ধলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজার্ভ’ (এসআইআর)-কে ৫ হাজার মেগাওয়াট সোলার পার্ক স্থাপনের অনুমোদন দিয়েছেন, যা শেষ হওয়ার পর বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ উৎপাদনের আধার হবে এটি। প্রস্তাবিত সৌরবিদ্যুৎ কেন্দ্রটি ১১ হাজার হেক্টর জমিতে নির্মিত হবে।

এদিকে, আগামী জুনে বাংলাদেশ সফরে আসছেন ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী সুরেশ প্রভু। গতকাল বৃহস্পতিবার একথা জানিয়েছেন ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম হোসেন। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে সুরেশ প্রভুর এই সফর হতে যাচ্ছে। ভারতীয় মন্ত্রীর এই আগমনের মধ্য দিয়েই হয়তো বাংলাদেশ এই ব্যয়বহুল সৌরবিদ্যুৎ আমদানির পথে নামবে।