রোনালদোর শেষ মুহুর্তের গোলে হার এড়িয়েছে রিয়াল

রোনালদোর শেষ মুহুর্তের গোলে হার এড়িয়েছে রিয়াল

রিয়াল মাদ্রিদ ১-১ এ্যাটলেটিকো বিলবাও
রোনালদো (৮৭”)    উইলিয়ামস (১৪”)

★রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ ১২ ম্যাচেই গোল করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো।
★ লা লিগায় সর্বশেষ ৭টি হোম ম্যাচে অপরাজিত রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে গোল করেছে ২৭টি।
★ জিদান কোচ হওয়ার পর এখন পর্যন্ত বিলবাওয়ের কাছে হারেনি রিয়াল মাদ্রিদ (জয় ৩, ড্র ২)

স্কোয়াড

রিয়াল মাদ্রিদ (ফরমেশন ৪-৪-২)

নাভাস, কার্ভাহাল, ভারান, রামোস, মার্সেলো, ভাস্কুয়েজ, মদ্রিচ, ক্রুস, এ্যাসেন্সিও, বেন্জেমা এবং রোনালদো।

সাব : বেল, ইস্কো, ক্যাসিলা, ভালেজ্জো, ক্যাসেমিরো, হার্নান্দেজ, কোভাচিচ।

অ্যাথলেটিকো বিলবাও (ফরমেশন ৪-২-৩-১)

কেপা, লেকুউয়ে, নানেজ, মার্টিনেজ, মাইকেল, আনডের, সান জোসে, রাউল, করদোবা এবং উইলিয়ামস।

সাব : ইকার, মার্কেল, আদুরিজ, আলভারেজ, বেনাট, রিকো, ইয়াগো।

গোলকিপিং : আজকের ম্যাচে ওয়ান ম্যান শো দেখিয়েছেন বিলবাওয়ের স্প্যানিশ গোলকিপার কেপা। ম্যাচ জুড়ে তার পারফর্মেন্স ছিলো চোখে পড়ার মত। তার অতিদানবীয় গোলকিপিংয়ের জন্য আজ নিজেদের মাঠে ড্র নিয়েই খুশি থাকতে হলো রিয়াল মাদ্রিদকে। পুরো ম্যাচে ৯টি সেভ, ১টি পাঞ্চ এবং একটি ক্লিয়ারেন্স রেখে দলকে বার্নাব্যু থেকে ১ পয়েন্ট এনে দিয়েছেন তিনি।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোস্টারিকান গোলকিপার আজকের ম্যাচেও ছিলেন দূর্বল। এ সিজনের শুরু থেকেই তার দূর্বলতা বেশ লক্ষনীয়। আজকের ম্যাচে ১৪ মিনিটের মাথায় গোল হজম করা নাভাস পুরো ম্যাচে মাত্র ১টি সেভ ও ২টি ক্লিয়ার করেন।

ডিফেন্স : দু’দলের ফরমেশনেই আজ ৪ জন করে ডিফেন্ডার ছিল। অন্যদিকে বেশ কয়েক ম্যাচ পর রিয়াল মাদ্রিদ তাদের পূর্ণ শক্তির ডিফেন্স নিয়ে মাঠে নেমেছিল। তবে আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের ভুলে ১৪ মিনিটে গোল করেন বিলবাও। অন্যদিকে বিলবাও গোলকিপার কেপার সাথে সমান তালে ম্যাচের শুরু থেকেই রোনালদো, এ্যাসেন্সিওদের আক্রমণ রুখে দিচ্ছিল বিলবাওয়ের ডিফেন্স। তারা রিয়াল মাদ্রিদের নেয়া ২৯টি শ্যুটের ৮টি ব্লক করে দিয়েছেন।

মিডফিল্ডার : আজকের ম্যাচে মাঝ মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল রিয়াল মাদ্রিদের হাতে। পুরো ম্যাচে গুছানো ফুটবল খেলেছে তারা। তার প্রমাণ পাওয়া যায় বল দখল ও পাস অ্যাকিউরেসি দেখলেই। পুরো ম্যাচ জুড়ে রিয়াল মাদ্রিদের দখলে বল ছিল ৬৫ শতাংশ এর বেশি সময়। আর ম্যাচে ৫৮৮টি পাসের ৫০৮টি পাসই ছিল নির্ভুল। অন্যদিকে বিলবাও মাঝ মাঠে তেমন গুছিয়ে খেলতে না পারলেও বেশ কিছু ভালো আক্রমণ সাজানোর চেষ্টা করেছিল।

অ্যাটাকিং : রোনালদো যে দলে আছে সে দলের আক্রমণভাগ সব সময়ই শক্তিশালী। তাছাড়া শেষ ১২ ম্যাচের সবগুলিতেই গোল করেছেন তিনি তাই তার প্রতি দলের প্রত্যাশা অনেকখানিই ছিল। আজকের ম্যাচের শুরু থেকেই সমর্থকদের প্রত্যাশার দাম দিতে চেষ্টা করেছেন তিনি তবে কখনও ভাগ্য সহায় না থাকায় বল গোল পোষ্টে লেগে ফিরে এসেছে আর নয়তো ধরা পড়েছে কেপার গ্লোভসে।

তবে ম্যাচে গোলের সূচনা হয়েছিলো বিলবাওয়ের আক্রমণভাগের ফুটবলার উইলিয়ামসের গোল দিয়েই।

ম্যাচে বদলি প্লেয়ারের অবদান : দু’দলই ম্যাচের দ্বিতীয়ার্ধে দুজন করে বদলি খেলোয়াড় নামিয়ে খেলার গতি বাড়ানোর চেষ্টা করেছিল। মাদ্রিদ বস জিদান দলকে সমতায় ফেরানোর জন্য আক্রমণভাগে বেল ও ইস্কোকে নামিয়েছিলেন তবে ম্যাচের বাকি সময়ে তারা কেউই বিশেষ কোনো পরিবর্তন আনতে পারেননি।

সেট পিসের সুবিধা : আজকের ম্যাচে ১৮টি কর্নারের ১৬টি পেয়েছে রিয়াল মাদ্রিদ এবং দুইটি বিলবাও। বিলবাও তাদের দুটি সুযোগ হাত ছাড়া করে ফেলে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের ১৬টি কর্নারের একটিও কাজে লাগাতে পারেনি।

যদিও দুই একটা সুযোগ হাতে এসেছে তাও থেমে গেছে বিলবাও গোলকিপপার কেপার গ্লোভসে।

ম্যান অফ দ্যা ম্যাচ : মার্কো এ্যাসেন্সিও (রিয়াল মাদ্রিদ)

আজকের ম্যাচের পর লিগ টেবিলের অবস্থান : আজকের ম্যাচে ড্র করার ফলে ৩৩ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩ তে অবস্থান করছে অ্যাথলেটিকো বিলবাও।