সেল্টা ভিগো ২-২ বার্সেলোনা
জনি (৪৫”) ডেম্বেলে (৩৬”)
আসপাস (৮২”) আলকাসার (৬৪”)
স্কোয়াড
সেল্টা ভিগো (ফরমেশন ৩-৫-২)
সার্জিও, রনকাগলিয়া, গোমেজ, জনি, ড্যানিয়েল ওয়াস, মেন্ডেজ, লোবোতকা, জোযাবেদ, সিস্ত, ম্যাক্সিমিলিয়নো গোমেজ এবং আসপাস।
সাব : রাদোজা, এমরি, লুকাস, রুবেন, ফোন্তাস, মাজান, কাবরাল।
বার্সেলোনা (ফরমেশন ৪-২-৩-১)
স্টেগেন, সেমেডো, ইয়েরি মিনা, ভারমায়লেন, ডিগনে, পৌলিনহো, গোমেজ, ডেম্বেলে, ড্যানিস সুয়ারেজ, কৌতিনহো এবং আলকাসার।
সাব : রবার্তো, মেসি, ভিদাল, জেসপার, আলবা, উমতিতি, লুইস সুয়ারেজ।
গোলকিপিং : সেল্টা ভিগোর বিপক্ষে আজকের ম্যাচে ভালো গোলকিপিং করেও শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনার গোলকিপার স্টেগেনের। আজকে পুরো ম্যাচে ৬টি সেভ, ২টি পাঞ্চ ও ২টি ক্লিয়ারেন্স করেছেন এই জার্মান গোলকিপার। তবে যে দুটি গোল তিনি হজম করেছেন তার জন্য স্টেগেনকে দোষ দেয়া যায় না। প্রথম গোলটি নিজের দলের মিড ফিল্ডার গোমেজের ভুল পাসের জন্য হয় দ্বিতীয় গোলটি তো রীতিমত বিতর্কিত। কারণ সে গোলটি করার সময় সেল্টা ভিগোর খেলোয়াড় আসপাসের হ্যান্ড বল হলেও সেটা চোখ এড়িয়ে যায় রেফারির। অন্যদিকে সেল্টার গোলকিপার সার্জিও বেশ ভালো গোলকিপিং করেছেন, পুরো ম্যাচে ৪টি সেভ ও ১টি ক্লিয়ারেন্স করেছেন।
ডিফেন্স : লিগ টেবিলে থাকা ১ নাম্বার দলের বিপক্ষে ঘরের মাঠে ৩ জন ডিফেন্ডার নিয়ে খেলতে নামেন। এ সিজনে নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে রেকর্ডটা বেশ ভালোই ছিলো আর আত্মবিশ্বাসও ছিলো তুঙ্গে। অন্যদিকে বার্সেলোনা তাদের মূল একাদশের দুইজন ডিফেন্ডার পিকে, রবার্তো ও আলবাকে বিশ্রামে রেখেছিল।
তবে আজকের ম্যাচে বার্সেলোনা রিজার্ভে থাকা ডিফেন্ডাররা বেশ ভালোই খেলেছে। অন্যদিকে সেল্টা ভিগোর ডিফেন্ডারদের ছোটখাটো কিছু ভুল থাকলেও পুরো ম্যাচে বেশ ভালো খেলেছেন, তাছাড়া সেল্টা ভিগোর হয়ে প্রথম গোলটিও তাদের ডিফেন্ডার জনির মাধ্যমেই আসে।
মিডফিল্ডার : আজকের ম্যাচে দু’দলই তাদের মাঝ মাঠে চাপ সৃষ্টির উদ্দেশ্যে ফরমেশন সাজিয়েছিল। দু‘দলেরই ৫ জন করে ফুটবলার মাঝ মাঠে খেলেছিল। সেল্টার মাঝ মাঠে মূল একাদশের সবাই থাকলেও বার্সেলোনার মাঝ মাঠে বেশ পরিবর্তন দেখা যাচ্ছিল। তাদের মাঝ মাঠের অন্যতম ফুটবলার ইনিয়েস্তা, বুস্কেটসদের রেস্টে রেখেছিলো ভালভার্দে। ম্যাচের ৬০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তার ১১ মিনিট পর সেল্টার স্ট্রাইকার আসপাসকে বাজে ট্যাকল করার জন্য লাল কার্ড দেখে রবার্তো।
অন্যদিকে সেল্টার মাঝ মাঠে বেশ ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল বার্সেলোনার বিপক্ষে। পুরো ম্যাচে লিগ লিডারদের সাথে বেশ ভালোই লড়াই করেছে স্বাগতিকরা।
অ্যাটাকিং : সেল্টা ভিগো তাদের আক্রমণভাগ অপরিবর্তিত রাখলেও বার্সেলোনা তাদের মূল একাদশের প্রধান দুই স্ট্রাইকার মেসি এবং সুয়ারেজকে রেস্টে রেখেছিল। কারণ আগামী শনিবার কোপা দেল রের ফাইনালের জন্য ইন্জুরি মুক্ত রাখতে চাচ্ছেন বার্সেলোনা বস।
তবে বার্সেলোনা আক্রমণভাগের দ্বায়িত্ব বেশ ভালো করেই পালন করেছে ডেম্বেলে আলকাসাররা। ম্যাচের ৩৬ মিনিটে এ সিজনে লা লিগায় প্রথম গোলটি করেন ফ্রেঞ্চম্যান ডেম্বেলে। দ্বিতীয় গোলটি করেন আলকাসার।
ম্যাচের ৬০ মিনিটে মেসিকে নামানো হয় দলকে যোগ্য সঙ্গ দিতে। মেসি অন্যান্য দিনের মত ধারাবাহিকভাবে খেলা চালিয়ে গেলেও ম্যাচের শেষের দিকে আসপাসের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়দুই দলকে।
আজকের ম্যাচে বদলি প্লেয়ারের অবদান : আজকের ম্যাচে দুই দলই তাদের নির্দিষ্ট ৩টি করে বদলি করেছিল। তবে আজকের ম্যাচে বার্সেলোনার বদলি প্লেয়ার বিরুপ প্রভাবই ফেলেছে বলা যায়।
ম্যাচের ৬০ মিনিটে গোমেজের বদলে মাঠে নেমে ১১ মিনিট পর ৭১ মিনিটে আসপাসকে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে দলকে বিপাকে ফেলেন। ম্যাচের বাকি সময় ১০ জনকে নিয়ে খেলতে হয় বার্সেলোনাকে, আর ঠিক সে সময়ই ম্যাচের শেষ সময়ে আসপাসের গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়েন স্বাগতিকরা।
সেট পিসের সুবিধা : ম্যাচে সব মিলিয়ে ১০টি কর্নার হয় যার মাঝে ৬টি সেল্টা ও ৪টি বার্সেলোনা পেয়েছিল, তবে তার একটিও গোলে রূপ দিতে পারেনি কোনো দলই।
ম্যান অফ দ্যা ম্যাচ : আসপাস (সেল্টা ভিগো)
ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের অবস্থান : আজকের ম্যাচে ড্রয়ের পর পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দু‘দল। ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নাম্বারে অবস্থান করছে সেল্টা ভিগো।