রাশেদসহ তিন নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

কোটা সংস্কার আন্দোলন

রাশেদসহ তিন নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান, ফারুক আহমেদ ও নুরুল হক নুরকে একটি সাদা গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন শেষে বেলা ১ টার দিকে ঢাকা মেডিকেলের সামনে চাঁনখারপুল থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থী পরিষদের আহবায়ক হাসান আল মামুন জবানকে এই অভিযোগের কথা জানিয়েছেন। এছাড়াও একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা তুলে নেওয়ার দাবিসহ দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের ডাক দেন তারা।