মালাগার মাঠে রোনালদোবিহীন ম্যাচে রিয়ালের জয়

মালাগার মাঠে রোনালদোবিহীন ম্যাচে রিয়ালের জয়

মালাগা     ১-২   রিয়াল মাদ্রিদ
রোলান (৯৩”)    ইস্কো (২৯”)
ক্যাসেমিরো(৬৩”)

স্কোয়াড

মালাগা (ফরমেশন ৪-২-৩-১)

রোবার্তো, রুসালস, তোরেস, মিকুয়েল, রিক্কা, লাসেন, ইতুরা, রেলান, গঞ্জালেস, গোঞ্জালো এবং ব্রাউন।

সাব : আলবার্টো, রোদ্রিগেজ, লেস্টিয়েন্নে আন্দ্রেস, রোলন, গ্যারিসা, ইউসেফ।

রিয়াল মাদ্রিদ (ফরমেশন ৪-৩-৩)

নাভাস, কার্ভাহাল, ভাল্লেজো, রামোস, হার্নান্দেজ, কোভাসিচ, ক্যাসেমিরো, ইস্কো, লুকাস, বেন্জেমা, এবং এ্যাসেন্সিও।

সাব: সেবায়েওস, মায়োরাল, ক্যাসিলা, মার্সেলো, হাকিমী, ক্রুস, লরেন্তে।

গোলকিপিং : রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদের বিপক্ষে খুব বেশি কঠিন পরীক্ষা দিতে হয়নি মালাগার স্প্যানিশ গোলকিপার রোবার্তোকে।পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের নেয়া ১৬টি শ্যুটের মাত্র ৬টি ছিলো অন টার্গেট। সেই ৬টি শ্যুটের মাঝে ৪টি সেভও করেছেন রোবার্তো আর বাকি যে দুটি সেভ করতে পারেননি সে দুটি শ্যুটেই গোলের দেখা পেয়েছে টিম মাদ্রিদ।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোস্টারিকার গোলকিপার কেইলর নাভাস তুলনামূলক ভালোই খেলেছেন। পুরো ম্যাচে ২টি সেভ, ২টি ক্লিয়ারেন্স, ১টি পাঞ্চ নিয়ে দলের জয় নিশ্চিত করলেও শেষ মুহুর্তে মাদ্রিদের রক্ষণভাগের ভুলে একটি গোল হজম করতে হয়েছে তাকেও।

সেই গোলটি রুখে দিতে পারলে তিনি  আজকের ম্যাচ থেকে একটি ক্লিনশীট পেতে পারতেন।

ডিফেন্স : লিগ টেবিলের তলানিতে থাকা মালাগা চেয়েছিলে মাদ্রিদের বিপক্ষে দূর্গ গড়ে তুলতে তাই বেশ শক্ত করেই সাজিয়েছিলো তাদের রক্ষণভাগ। অপরপক্ষে অপেক্ষাকৃত দূর্বল দল দেখে রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগ থেকে মূল একাদশের বাহিরে রেখেছিলো লেফট ব্যাক মার্সেলো ও সেন্টারব্যাক ভারানেকে। ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকা রিয়াল মাদ্রিদকে বেশ কয়েকবার ডিফেন্সে ছন্নছাড়া ভাবে খেলতে দেখা গিয়েছে। যার ফল স্বরূপ ম্যাচের শেষ মুহুর্তে গোল হজম করতে হয়েছে তাদের।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে মূল একাদশের অনেক প্লেয়ার না থাকলেও মাদ্রিদের এই নতুনদের নিয়েই হিমশিম খেতে হয়েছে মালাগার রক্ষণভাগকে। তবে মাদ্রিদের প্লেয়ারদের ভুল ও মিসের কারণে মাত্র ২ গোল খেয়েই এ যাত্রায় রক্ষা পেয়েছে মালাগা।

মিডফিল্ড : মালাগা তাদের মুল একাদশের মিডফিল্ডারদের নামালেও রিয়াল মাদ্রিদ মদ্রিচকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছেন এবং ক্রুসকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। তবুও এই ম্যাচে মাঝ মাঠ রিয়াল মাদ্রিদের দখলেই ছিল।

তাছাড়া কোভাসিচ ও ইস্কো একের পর এক দারুন আক্রমণ সাজাচ্ছিলো। ম্যাচের ২৯ মিনিটে ইস্কোর করা বাঁকানো ফ্রি কিকে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের দ্বিতীয় গোলটিও আসে তাদের আরেক মিডফিল্ডারের পা থেকে। ম্যাচের ৬৩ মিনিটে মাদ্রিদের পাসিং ফুটবলে সাজানো আক্রমণ থেকে গোল করেন ক্যাসেমিরো। বেন্জেমার বাড়ানো বল থেকে চাইলে ইস্কো নিজেই দ্বিতীয় গোলটি করতে পারতেন তবুও সতীর্থের দিকে টোকা দিয়ে এগিয়ে দিলেন বলটি গোল নিশ্চিত করার জন্য। আজকের পুরো ম্যাচে আলো ছড়িয়েছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডাররা।

মূল একাদশের প্রধান দুই মিডফিল্ডারকে ছাড়াও বেশ গুছিয়ে খেলেছে জিদানের শিষ্যরা।

অ্যাটাকিং : আজকের ম্যাচে রিয়ালের অ্যাটাকে ছিল না দলের সুপারস্টার  ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে বিশ্রামে রাখা হয়েছিল এই ম্যাচে, একই সাথে বিশ্রামে রাখা হয়েছিল মাদ্রিদে ওয়েলসের গতিদানব গ্যারেথ বেলকে। অন্যদিকে মালাগার মূল একাদশে আক্রমণভাগের প্লেয়ারদের দিয়েই ম্যাচ শুরু করেছিল। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের বেশ চাপে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ২৩ মিনিটে লুকাস একটি সহজ সুযোগ পেয়েও বল হাওয়ায় ভাসিয়ে মারে। নাহলে মাদ্রিদ স্কোরবোর্ডে আরও একটি গোল যোগ হতো।আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ ভালো কিছু করতে না পারলেও ম্যাচের শেষ মুহুর্তে মালাগার উরুগুইয়ান স্ট্রাইকার রোলানের গোলে সান্ত্বনার ব্যবধান কমায় মালাগা।

ম্যাচে বদলি ফুটবলারদের অবদান: দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম পরিবর্তন আনে মালাগা। তাছাড়াও বাকি দুটি পরিবর্তনও করেছিল মালাগা। তবে তাদের এই পরিবর্তনে খেলার গতি পরিবর্তন করতে পারেনি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের দুজন ফুটবলার পরিবর্তন করেছিল। এটিও ম্যাচের রূপ খুব বেশি বদলাতে পারেনি।

সেট পিসের সুবিধান নিতে ব্যর্থ দুই দল : আজকরে ম্যাচে সব মিলিয়ে ১১টি কর্নার হয়েছে যার ৪টি ছিলো মালাগার পক্ষে এবং বাকি ৭টি রিয়াল মাদ্রিদের পক্ষে। তবে এই কর্নার থেকে গোলমুখী কোনো জোরালো শ্যুট নিতে পারেনি কোন দল, আর তা থেকে কোন গোলেরও সুযোগ সৃষ্টি করতে পারেনি কেউ।

ম্যান অফ দ্যা ম্যাচ :  ইস্কো (রিয়াল মাদ্রিদ)

ম্যাচ শেষে লিগ টেবিলের অবস্থান : আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পাওয়ার ফলে ৩২ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে।

অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে পড়ে আছে মালাগা।