তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু বলেছেন, সিরিয়ায় রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র, কোন পক্ষেই অবস্থান নিবে না তুরস্ক। শনিবার তুরস্কের আন্টালিয়ায় ক্ষমতাসীন দল একে পার্টির এক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র, কোন পক্ষেই অবস্থান নিবো না। আমরা বাশার আল আসাদের পক্ষও নিবো না’।
তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ’র খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য সিরিয়া সংকটকে রাজনৈতিক উপায়ে সমাধান করা। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সীমান্ত ও ভৌগলিক ঐক্য তৈরি করা; আমরা এ ব্যাপারে খুবই সতর্ক’।
চাভুসগলু বলেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে আসাদ সরকারের ওপর বিমান হামলা চালিয়েছে’।
তবে চাভুসগলু এ সময় বলেন, ‘আমরা এই শাসনব্যবস্থা থেকে সিরিয়াকে মুক্ত করতে চাই’।
আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে এমন অজুহাতে গতকাল শনিবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে সিরিয়ায় বিমান হামলা চালায়।
গত ৭ এপ্রিল বিভিন্ন আন্তর্জতিক সংবাদমাধ্যম সিরিয়ায় উদ্ধার ও চিকিৎসা কাজে নিয়োজিত কয়েকটি দাতব্য সংস্থার বরাত দিয়ে দৌমায় রাসায়নিক হামলার খবর প্রকাশ করে।
এরপর বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, লক্ষণ দেখে বিষয়টি বিষাক্ত রাসায়নিকের হামলা বলেই মনে হয়েছ। দৌমায় আরও পাঁচশতাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।