‘ইসলাম গ্রহণের হুমকি’ দিয়েছে ভারতীয় দলিতরা

‘ইসলাম গ্রহণের হুমকি’ দিয়েছে ভারতীয় দলিতরা

গত সপ্তাহে ভারতের রাজস্থানে দলিত সম্প্রদায়ের ডাকা ‘ভারত বনধে’ সহিংস হামলা চালায় উচ্চ বর্ণের হিন্দুরা। এরপর থেকে দেশজুড়ে দলিতদের ওপর অত্যাচার আরও বেড়েছে বলে অভিযোগ করেছে দলিত সম্প্রদায়ের লোকজন। এই অবস্থা চলতে থাকলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবেন বলেও হুমকি দিয়েছেন।

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের জারি করা এসসি/এসটি আইনের বিরুদ্ধে রাজস্থানসহ ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ করে আসছে দলিতরা। কোথাও কোথাও তা উচ্চ বর্ণের হিন্দুদের হামলার কারণে সহিংসতায় রূপ নিয়েছে। রাজস্থানের কারাউলি জেলার হিন্দাউনে দলিত সম্প্রদায় অধ্যুষিত এলাকায় হামলা চালানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দলিত সম্প্রদায়ের একজন অশ্বিনী জাত্তভ বলেন, ‘তারা প্রথমে আমাদের পরিচয় পত্র দেখে নিশ্চিত হয়েছে যে আমরা দলিত, তারপর তারা আমাদের হুমকি দিয়েছে’। ‘তারা সবাই ছিলো উচ্চ বর্ণের হিন্দু। এমনকি তাদের হাত থেকে নারীরাও রক্ষা পায়নি’। তিনি দাবি করেন, ‘হামলাকারীদের অধিকাংশ বিজেপির সদস্য’।

আক্রমণকারীরা দলিতদের ঘরবাড়ি, এমনকি দলিত সম্প্রদায়ভুক্ত সাবেক বিধায়কের বাড়িতেও হামলা চালিয়েছে। সহিংসতার এক পর্যায়ে হিন্দাউনের বিজেপি বিধায়ক রাজকুমারী জাত্তভ এবং কংগ্রেসের ভরোসি লাল জাত্তভের বাড়িও আক্রান্ত হয়েছে, যারা এই আসনের প্রতিনিধিত্ব করে আসছেন। হামলার সময়ে তারা কেউ বাড়িতে ছিলেন না।

অশ্বিনী বলেন, ‘দলিত গ্রামবাসীরা আতঙ্কে মুখ খুলছেন না। তারা যদি বিধায়কের বাড়িতে আগুন দিতে পারে, তাহলে আমরা কে? উচ্চ বর্ণের হিন্দুদের পুলিশ আছে, প্রশাসন আছে, এমনকি মিডিয়াও তাদের পক্ষে গল্প বলছেন’।

আরেক দলিত বাসিন্দা চন্দ্রনাথ জাত্তভ করেন, “যেভাবেই হোক তারা আমাদের হিন্দু হিসাবে গন্য করে না, আমরা এখন পর্যন্ত উপেক্ষিত”।

দলিতদের স্থানীয় সভাপতি পুশপেন্দ্র জাত্তভ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করে আসছি’। তিনি বলেন, ‘আমরা উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা পরিকল্পিত ভাবে আক্রমণের স্বীকার। তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ… যদি এভাবে চলতে থাকে, তবে ইসলাম ধর্ম গ্রহণ ব্যতীত আমাদের আর কোন উপায় থাকবে না’।