ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের হিন্দু অধ্যুষিত জেলা কাঠুয়ায় আট বছরের শিশু আসিফা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে কমবেশি কথা উঠলেও দেশব্যাপি তেমন কোন সাড়া ফেলেনি বিচারের দাবি। কিন্তু বৃহস্পতিবার এ ইস্যু নতুন মোড় নেয়। ওই দিন দুপুর একটার দিকে বিজেপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিজয় কুমার সিং এক টুইট বার্তায় বলেন, ‘আমরা আসিফাকে রক্ষা করতে পারিনি, কিন্তু ওকে বিচার পাইয়ে দিতে হবে।’ যেখানে এতদিন মোদি সরকার ও ‘হিন্দু একতা মঞ্চ’ গ্রেফতারকৃতদের বাঁচানোর নানা চেষ্টা করে যাচ্ছিলো সেখানে ভিজয় কুমারের এমন বক্তব্যে নড়ে চড়ে বসে ভারতীয়রা।
We have failed Ashifa as humans. But she will not be denied justice.#PunishTheSavages #RapeAndMurderOfHumanity #Kathua #JusticeForAshifa #GenerallySaying pic.twitter.com/yQPUU0JDW4
— Vijay Kumar Singh (@Gen_VKSingh) April 12, 2018
অন্যদিকে ভি কে সিংয়ের টুইটের ঘন্টা তিনেক পরই কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী টুইট করেন ‘এক জন অপরাধীকে কিভাবে কেউ আড়াল করতে পারে? একটি শিশুর সঙ্গে যে নৃশংস অপরাধ হয়েছে, এটা বিনা বিচারে ছেড়ে দেয়া যায় না। তার মধ্যেও যদি আমরা রাজনীতি টেনে আনি, তা হলে আমাদের কী অবস্থা ভাবুন!’ এবং তিনি গতকাল রাতে একটি মোমবাতি প্রজ্জ্বলন মিছিলে নেতৃত্ব দেন। রাজনীতির ডাকে প্রতিবাদ শুরু হলেও দিল্লির ছাত্র থেকে চাকরিজীবী সবাই জড়ো হন ইন্ডিয়া গেটে। হাঁটেন ন্যায় বিচারের জন্য। দাবি করেন, অপরাধীর ফাঁসি। সে সময় ‘বেটি বাচাও’ স্লোগানে গর্জে ওঠে মধ্যরাতের দিল্লি।
এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বতী মালিওয়াল জানিয়েছেন, শুক্রবার (আজ) থেকে ভারতে মহিলা ও শিশুদের নিরাপত্তা জোরদারের দাবিতে আমরণ অনশন শুরু করবেন তিনি। সরব হয়ে উঠেছে সোস্যাল মিডিয়াও। ‘জাস্টিস ফর আসিফা’ হ্যাশট্যাগে চলছে প্রতিবাদ।
Is this really the kind of country we we want to be known as to the world today ?? If we can’t stand up now for this 8 year old girl regardless of our gender,caste,colour or religion then we don’t stand for anything in this world.. not even humanity.. makes me sick to the stomach pic.twitter.com/BDcNuJvsoO
— Sania Mirza (@MirzaSania) April 12, 2018
How can anyone protect the culprits of such evil?
What happened to Asifa at #Kathua is a crime against humanity. It cannot go unpunished.
What have we become if we allow politics to interfere with such unimaginable brutality perpetrated on an innocent child?
— Rahul Gandhi (@RahulGandhi) April 12, 2018
উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের হিন্দু অধ্যুষিত কাঠুয়া জেলার যাযাবর বাখারওয়াল মুসলিম পরিবারের সদস্য আসিফা বানু গত ১০ জানুয়ারি ২০১৮ ঘোড়া চরাতে গিয়ে নিখোঁজ হয়। এরপর ২৩ জানুয়ারি তাঁর লাশ উদ্ধার করে পুলিশ এবং এ ঘটনায় আটজনকে গ্রেফতার করে। তখনই এই গ্রেফতারের বিরুদ্ধে কাশ্মিরে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ শুরু হয়। ময়নাতদন্ত শেষে জম্মুর আদালতে চার্জশিট দাখিল করতে গেলে আইনজীবীদের বাধায় তা ব্যর্থ হয়। ওই চার্জশিটে লেখা হয়েছে, ‘দিনের পর দিন মন্দিরে আটকে রেখে ধর্ষণ করা হয় আসিফাকে। শারীরিক নির্যাতন করা হয়। আর শেষে খুন করা হয়।’ শ্বাসরোধ করে খুন করা হয়েছিল আসিফাকে। মাথায় পাথর দিয়ে দু’বার আঘাতের চিহ্নও মেলে ময়নাতদন্তে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, চারজন পুলিশ কর্মকর্তা ও একজন কিশোর রয়েছে।