প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত

প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ওই প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত নিজেদের আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এ অবস্থান জানান।

টানা আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার কোটা পদ্ধতিই বাতিল করার ঘোষণা দেওয়ার পর নিজেদের অবস্থান জানাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় নেন শিক্ষার্থীরা। এরপর এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে এ নিয়ে সুস্পষ্ট পদক্ষেপ আকারে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এসময় আন্দোলন চলাকালে যেসব সাধারণ শিক্ষার্থকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তিসহ আহতদের চিকিৎসার দায়ভারও সরকারকে বহন করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবি জানাচ্ছি আমরা। আর সে প্রজ্ঞাপনটি জারি হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করা হচ্ছে।