ঢাবি হলে ছাত্রীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগ

ঢাবি হলে ছাত্রীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হল কবি সুফিয়া কামাল হলে সাধারণ ছাত্রীদের প্রতিরোধের মুখে পড়েছে হল ছাত্রলীগের নেত্রীরা। মঙ্গলবার রাতে একটার পর থেকে ছাত্রীদের রুমে রুমে গিয়ে মারধর শুরু করলে সাধারণ ছাত্রীরা একজোট হয়ে নেত্রীদের বিরুদ্ধে অবস্থান নেয়।

হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে তালাবদ্ধ করে দিয়ে অবরুদ্ধ করে রেখেছে হলের ছাত্রীরা। হল সভাপতি এশা কবি সুফিয়া কামাল হলের প্রত্যয় ব্লকের ৩০৭ নং কক্ষের বাসিন্দা। ছাত্রীদের প্রতিরোধের সময় হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারজিনা শম্পাও এ সময় উপস্থিত ছিলেন।

রাতে আন্দোলনকারী ছাত্রীদের খুঁজে খুঁজে মারধর শুরু করলে এক পর্যায়ে সাধারণ ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে নেত্রীদেরকে অবরুদ্ধ করে। ছাত্রলীগের নেত্রীরা হলের এক ছাত্রীর পায়ে কাঁচ দিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। আহত মুরশিদা বোটানী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সামাজিক মাধ্যমে এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ঘটনার পর হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিবৃতিতে এই বহিস্কারাদেশ দেয়া হয়। এর কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এশার ছাত্রত্বও বাতিল করে।

Posted by Priti Paul on Tuesday, April 10, 2018

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা তার ফেসবুক ওয়ালে বলেছেন, সুফিয়া কামাল হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষিকাদের করজোড়ে অনুরোধ করি- দয়া করে নিজেদের সন্তানতুল্য শিক্ষার্থিদের বাঁচান। আপনাদের মধ্যে আমার পরিচিত যারা আছেন তাঁদের কাছে চিরঋণী থাকব।

কবি সুফিয়া কামাল হলে সাধারণ শিক্ষার্থিদের উপর হামলার ভিডিও দিয়ে আমার ইনবক্স ভরে যাচ্ছে। সুফিয়া কামাল হলের প্রভোস্ট ও…

Posted by Samina Luthfa on Tuesday, April 10, 2018

আহত ছাত্রীর বক্তব্য সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।