আলজেরিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত ২৫৭

আলজেরিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত ২৫৭

আলজেরিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৫৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪৭ জন যাত্রী ও ১০ জন ক্র। বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। বিমানটি আজ সকাল ৮ টায় রাজধানী আলজিয়ার্সের বৌফারিক বিমান ঘাঁটি থেকে দেশটির পশ্চিমাঞ্চলের বেচার শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই পাশের একটি কৃষি জমিতে বিধ্বস্ত হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ’বিমান ইলিশিন আইএল-৭৬’ নামক সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির আরোহীরা প্রায় সবাই সামরিক বাহিনীর সদস্য। শেষখবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

তবে বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। দেশটির সেনাপ্রধানের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইন্নার টিভি। এর আগে ‍২০১৪ সালে একই ঘাঁটি থেকে উড্ডয়নের সময় বিমানবাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গকে বহনকারী বিমান ’সি-১৩০’ বিধ্বস্ত হয়ে ৭৭ জন নিহত হয়।