ঢাবিতে অবাঞ্ছিত মতিয়া চৌধুরী

ঢাবিতে অবাঞ্ছিত মতিয়া চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিছিল পরবর্তী সমাবেশ থেকে মাইকে এই ঘোষণা দেয়া হয়।

আন্দোলনকারীরা মিছিলে ‘ম তে মতিয়া, তুই রাজাকার, তুই রাজাকার’ এবং ‘মতিয়ার চামড়া, তুলে নেবো আমরা’ বলে স্লোগান দিতে থাকে। এ সময় মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা প্রদর্শন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। শহীদ মিনার ঘুরে এসে রাত ৮টার দিকে রাজু ভাস্কর্যের সামনে কৃষিমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনকারীরা।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে।

গতকাল সোমবার জাতীয় সংসদে দাঁড়িয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চারা বলে সম্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় তিনি কোটা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য প্রদান করেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সোমবার সংসদে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে?’

তিনি আরো বলেন, ‘রাজধানীকেন্দ্রিক একটি এলিট শ্রেণি তৈরির চক্রান্ত চলছে। তারই মহড়া গতকাল আমরা দেখলাম।’

এমন বক্তব্যের ফলে আন্দোলনকারী শিক্ষার্থীরা মতিয়া চৌধুরীকে তার বক্তব্যের কারণে ক্ষমা চাওয়ার দাবি জানায়।