ইব্রাহিমী মসজিদে জুমার দিনে আজান নিষিদ্ধ করল ইসরায়েল

ইব্রাহিমী মসজিদে জুমার দিনে আজান নিষিদ্ধ করল ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ইব্রাহিমী মসজিদে শুক্রবারের আজান নিষিদ্ধ করেছে ইসরায়েলি কতৃপক্ষ, এ খবর জানিয়েছেন ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসুফ আদায়স।

আদায়স এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তকে ‘একটি বিপজ্জনক উদাহরণ’ এবং ‘ইবাদতের স্বাধীনতার ওপরে কাপুরুষোচিত হস্তক্ষেপ’ বলে অবহিত করেছেন।

মন্ত্রী অভিযোগ করে বলেন, “মসজিদটির বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কতৃপক্ষ ও ইহুদি বসতি স্থাপনকারীদের এমন অব্যাহত আইন লংঘনের ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, তারা মুসলিম ধর্মাবলম্বীদের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।”

উল্লেখ্য, ১৯৯৪ সালে, রমজান মাসের এক সকালে ২৯ জন ইবাদতরত মুসলমানকে গুলি করে হত্যা করে ইসরায়েলি-আমেরিকান ইহুদি বারুক গোল্ডস্টেইন।

তখন থেকে, ইসরায়েল মসজিদটিকে বিভক্ত করে রাখে। মসজিদের ৪৫ শতাংশ জায়গা মুসলমানদের জন্য রেখে ৫৫ শতাংশ জায়গা ইহুদিদের থাকার জন্য দখল করে নেয় ইসরায়েল। বিশ্বাস করা হয় যে, এই মসজিদটি নবী হজরত ইব্রাহিম (আঃ) এর রওজা মোবারককে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

সংবাদে বলা হয়েছে, ইহুদি ও ইসরায়েলি সৈন্যরা মসজিদের মুসলিম অংশে সশস্ত্র অবস্থায় বুট পড়ে প্রবেশ করে।

ইব্রাহিমী মসজিদটি পুরাতন জেলা শহর হেব্রনে অবস্থিত, যেখানে প্রায় ৪০০ জন অবৈধ ইহুদি বাসিন্দা প্রায় দেড় হাজার জন ইসরায়েলি সৈন্যের সুরক্ষায় বসবাস করছে।