ইউরোপিয়ান লিগের ম্যাচের ফলাফল

ইউরোপিয়ান লিগের ম্যাচের ফলাফল

প্রিমিয়ার লিগ

এভারটন ০ – ০ লিভারপুল (গুডিসন পার্ক)

মার্সিসাইড ডার্বির এ ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। এ ড্রয়ের ফলে ৬৭ পয়েন্ট নিয়ে তিন নাম্বারেই থাকলো লিভারপুল। ৪১ পয়েন্ট নিয়ে এভারটনের স্থান ৯ নাম্বারে।

ওয়েস্ট ব্রমওইচ অ্যালবিওন ১ – ১ সোয়ানসি সিটি (দ্য হাওথ্রোন্স)
জে রদ্রিগেজ ৫৪’                             টমি অ্যাব্রাহাম ৭৫’

রেলিগেশন নিশ্চিত হওয়া ওয়েস্টব্রমের এ ম্যাচ শেষে মোট পয়েন্ট সংখ্যা দাড়িয়েছে ২১ এবং সোয়ানসির ৩২ আর ওয়েস্টব্রমের অবস্থান পয়েন্ট টেবিলের শেষে ২০তম স্থানে এবং সোয়ানসির ১৫ তম।

ওয়াটফোর্ড ১ – ২ বার্নলি (ভিকারেজ রোড)
রোবার্তো পেরেইরা ৬১’ – স্যাম ভোকস ৭০’
জক কুক ৭৩’

এ জয়ে বার্নলির সংগ্রহ দাড়ালো ৪৯ পয়েন্টে, তারা রয়েছে সপ্তম স্থানে। এবং ওয়ার্টফোর্ডের অবস্থান ১২তম স্থানে, তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট।

স্টোক সিটি ১ – ২ স্পার্স (বেট ৩৬৫ স্টেডিয়াম)

মামে বিরাম দিউফ ৫৭’ – ক্রিশ্চিয়ান এরিকসন ৫২’, ৬৩’

চতুর্থ স্থানে থাকা স্পার্সদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। এবং রেলিগেশন জোনে থাকা স্টোক সিটির ২৭ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের ১৯ম স্থানে

লিস্টার সিটি ১ – ২ নিউক্যাস ইউনাইটেড (কিং পাওয়ার স্টেডিয়াম)

জিমি ভার্ড ৮৩’ –     জনজো শেলভি ১৮’
আয়াজ পেরেজ ৭৫’

এ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে উঠে এসেছে নিউক্যাসল। ৪৩ পয়েন্ট নিয়ে লিস্টারের অবস্থান অষ্টম

ব্রাইটন এন্ড হোভ ১ – ১ হাডার্সফিল্ড টাউন (অ্যামেক্স স্টেডিয়াম)

জোনোসা লোজেল ২৯’ (ও.জি) – স্টিভ মনি ৩২’

এ ড্রয়ে অবস্থান পরিবর্তন হয়নি কোনো দলেরই। ৩৫ পয়েন্ট নিয়ে ১৩ম স্থানে আছে ব্রাইটন এন্ড হোভ। এবং ৩২ পয়েন্ট নিয়ে ১৬ম অবস্থানে আছে হাডার্সফিল্ড

বোর্নমাউথ ২ – ২ ক্রিস্টাল প্যালেস (ভাইটাল্যাটি স্টেডিয়াম)

মুসেস ৬৫’ –         লুকা মিলিজোভিক ৪৭’

জশুয়া কিং ৮৯’     উইলফ্রেড জাহা ৭৫’

এ ড্রয়ের ফলে একধাপ পিছিয়ে ১১ নাম্বারে নেমে গিয়েছে বোর্নমাউথ, তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। অপর দিকে ৩১ পয়েন্ট নিয়ে ১৭ নাম্বারে রয়েছে ক্রিস্টাল প্যালেস

ম্যান সিটি ২ – ৩ ইউনাইটেড (ইতিহাদ স্টেডিয়াম)

কোম্পানি ২৫’ – পল পগবা ৫৩, ৫৫
গুণদোগান ৩০’  স্মলিং ৬৯’

রাতের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হয়েছিলো সিটি এবং ইউনাইটেড। ৮৪ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষস্থানে রয়েছে ম্যান সিটি। এবং ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইউনাইটেড।

 

লা লিগা

বার্সেলোনা ৩-১ লেগানোস (ক্যাম্প ন্যু)
মেসি (২৭’,৩২’৮৭’) – (এল ঝার ৬৮)

এ জয়ের ফলে লিগ প্রায় নিশ্চিতই বলা যায় বার্সেলোনার। ৩১ ম্যাচ শেষে তাদেক সংগ্রহ ৭৯ পয়েন্ট। ১৪ নাম্বারে থাকা লেগানেসের পয়েন্ট ৩৬ (বিস্তারিত ম্যাচ রিপোর্টে)

 

সিরি আ

বেনেভেন্তেরো ২ – ৪ জুভেন্টাস
দিয়াবাতে ২৪’, ৫১’ – দিবালা ১৬’, ৪৫+৩(প), ৭৪'(প), কস্তা ৮২

৩১ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৮১। লিগের শেষ দল বেনেভেন্তেরার পয়েন্ট সমান সংখ্যক ম্যাচে ১৩

 

আজকের খেলা

প্রিমিয়ার লিগ

আর্সেনাল – সাউথহ্যাম্পটন (সন্ধ্যা ৭.১৫ মিনিট)

চেলসি – ওয়েস্টহ্যাম (৯.৩০ মিনিট)

লা লিগা

রিয়াল মাদ্রিদ – অ্যাথলেটিকো মাদ্রিদ (রাত ৮.১৫ মিনিট)